শেষ আপডেট: 17th December 2023 16:10
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: তৃণমূলের ফেসবুক পেজ। সেখানে রাজ্যের মন্ত্রীর ছবি দেওয়া অশ্লীল ভিডিও পোস্ট! এমন ঘটনা নজরে আসতেই শোরগোল পড়ে গেছে মালদহ জুড়ে। যদিও এই ঘটনায় বিরোধীদের হাত রয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যে পুলিশে কাছে এবিষয়ে নালিশ জানিয়েছেন দলীয় নেতারা। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
প্রযুক্তি গত উন্নয়ন হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলি প্রচারের ধরনও বদলেছে। নতুন প্রজন্মের কাছে পৌঁছতে দলগুলি এখন অনেকটাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস নামে মালদহে তৃণমূল কর্মীদের একটি পেজ রয়েছে। সেই পেজের প্রোফাইল পিকচার হিসাবে ছবি রয়েছে রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের। কয়েকদিন আগে ওই পেজে দুটি অশ্লীল ভিডিও পোস্ট করা হয় বলে অভিযোগ। আগুনের মতো ছড়িয়ে পড়ে খবর। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
ইতিমধ্যে তৃণমূল মালদহ জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মোথাবাড়ির ব্লক যুব তৃণমূলের সভাপতি তহিদুর রহমান এই অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
তিনি এটিকে '' বিরোধীদের চক্রান্ত'' বলে দাবি করেছেন। তাঁর কথায়, ''মোথাবাড়ির তৃণমূল নেতারা এটা জানিয়েছেন, যে এই পেজটি বেশ কয়েক বছর আগেই খোলা হয়েছিল। দলের কর্মসূচি জানানো হত। এখন কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।''