Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
NEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডির

মাথা জোড়া দুই যমজ ভাইয়ের, ৩৩ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা করলেন চিকিৎসকরা

দ্য ওয়াল ব্যুরো: জন্ম থেকেই তারা অবিচ্ছেদ্য (Conjoined twins)। বা বলা উচিত, মাতৃগর্ভ থেকেই। যমজ ভাই হিসাবে পৃথিবীতে আসার পর দেখা গেল, তারপরেও আলাদা হওয়ার উপর নেই তাদের। বিরল সমস্যার জন্য মাথায়-মাথায় জোড়া ছিল দুই ভাই। তিন বছর মাথায় জোড়া অবস

মাথা জোড়া দুই যমজ ভাইয়ের, ৩৩ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা করলেন চিকিৎসকরা

শেষ আপডেট: 3 August 2022 08:25

দ্য ওয়াল ব্যুরো: জন্ম থেকেই তারা অবিচ্ছেদ্য (Conjoined twins)। বা বলা উচিত, মাতৃগর্ভ থেকেই। যমজ ভাই হিসাবে পৃথিবীতে আসার পর দেখা গেল, তারপরেও আলাদা হওয়ার উপর নেই তাদের। বিরল সমস্যার জন্য মাথায়-মাথায় জোড়া ছিল দুই ভাই। তিন বছর মাথায় জোড়া অবস্থাতেই কাটানোর পর অবশেষে জটিল অস্ত্রোপচার (Surgery) করে ব্রাজিলের (Brazil) দুই ভাইকে আলাদা করলেন কাশ্মীরি বংশোদ্ভূত চিকিৎসক।

বার্নার্ডো এবং আর্থার লিমা নামে ওই দুই শিশুর মস্তিষ্ক একসঙ্গে জোড়া ছিল। অবশেষে 'আলাদা' হয়ে বাঁচার অধিকার পেল তারা। এই মিরাক্যলের নেপথ্যে রয়েছেন রিও-ডি-জেনেইরোর গ্রেট অর্মন্ড স্ট্রিট হসপিটালের পেডিয়াট্রিক সার্জন নূর উল ওয়াসে জিলানি। ১০০ জন চিকিৎসা-কর্মীর সহায়তায় ৩৩ ঘণ্টাব্যাপী মোট ৭টি অস্ত্রোপচারের পর আলাদা হয় দুই ভাই। চিকিৎসকদের দলটিকে নেতৃত্ব দিয়েছেন ব্রিটেনের কাশ্মীরি বংশোদ্ভূত চিকিৎসক নূর উল ওয়াসে জিলানি এবং আর এক চিকিৎসক গ্যাব্রিয়েল মুফারেজ।

ঘটনাটিকে 'উল্লেখযোগ্য সাফল্য' বলে বর্ণনা করেছেন চিকিৎসক জিলানি। ডাঃ মুফারেজ জানিয়েছেন, আড়াই বছর আগেই সন্তানদের চিকিৎসার জন্য রোরাইমা থেকে রিওতে চলে আসেন শিশুটির পরিবার। 'চিকিৎসার জন্য এই হাসপাতালে আসার পর থেকেই ওরা আমাদের পরিবারের মতো হয়ে গিয়েছিল। আমরা খুব খুশি যে অস্ত্রোপচার সফল হয়েছে। এটা ওই শিশু দুটি এবং ওদের পরিবারের জন্য জীবন বদলে দেওয়ার মতো ঘটে,' দাবি ডাঃ মুফারেজের।

মাথা থেকে জোড়া শিশুদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করার লক্ষ্যে 'জেমিনি আনটুইন্ড' নামে একটি দাতব্য প্রতিষ্ঠান চালু করেন ডাঃ জিলানি। ওই প্রতিষ্ঠানটির দাবি, আর্থার এবং বার্নার্ডোর অস্ত্রোপচারের পদ্ধতি এখনও পর্যন্ত সফল হওয়া অস্ত্রোপচারগুলির মধ্যে অন্যতম জটিল ছিল। অনেক চিকিৎসকেরই ধারণা ছিল, আদৌ সফল হবে না এই অস্ত্রোপচার। তবে দমে যাননি ডাঃ জিলানি। তিনি মনস্থির করেন, এর শেষ দেখেই ছাড়বেন।

তারপরেই শুরু হল চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ। আসল অস্ত্রোপচারের আগে এক মাস ধরে 'ভার্চুয়াল রিয়ালিটি'র সাহায্যে চলেছিল অস্ত্রোপচারের মহড়া, জানিয়েছেন চিকিৎসকরা।

আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে আর্থার এবং বার্নার্ডোকে। তারা জলদিই সেরে উঠছে বলে জানিয়েছে সংস্থাটি।

এখনও মাথা জোড়া! বারো ক্লাসের পরীক্ষায় চমকদার ফল হায়দ্রাবাদের যমজ বোনের


ভিডিও স্টোরি