শেষ আপডেট: 9th June 2023 03:39
মুর্শিদাবাদে কংগ্রেসকর্মী খুন, বাড়ির সামনে গুলি করে হত্যা, অভিযোগের তির তৃণমূলের দিকে
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা শুরু হয়েছে। আর এদিনই সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে খুন হয়ে গেলেন এক কংগ্রেসকর্মী। নিহতের নাম ফুলচাঁদ শেখ। তাঁর বয়স ৪২ বছর। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ফুলচাঁদকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এদিন বাড়ির সামনে শিশু সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন ফুলচাঁদ। সেখানে কিছু তৃণমূলের লোকজন এসে হম্বিতম্বি শুরু করে। সেই সময় নাকি ফুলচাঁদ তাঁদের বলেন, ঝামেলা না করতে। সঙ্গে সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়।
এদিন সকাল থেকেই মুর্শিদাবাদের একাধিক জায়গা রাজনৈতিক সংঘর্ষে তেতে উঠেছিল। সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম কাণ্ড বাঁধে। দুপুরে রানিনগরে তৃণমূলকর্মীদের রাস্তায় পেটানোর অভিযোগ ওঠে সিপিএম-কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সন্ধ্যায় কান্দির খড়গ্রামে খুন হয়ে গেলেন কংগ্রেসকর্মী।
নিহত ফুলচাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রাত ন’টা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ফুলচাঁদের গ্রামে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী।
মুর্শিদাবাদ জেলা বরাবরই রাজনৈতিক সংঘাতপ্রবণ। হিংসার ইতিহাসও সুদীর্ঘ। পঞ্চায়েত নির্বাচন এলে তা আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। ২০০৩ সালের ভোটে এই মুর্শিদাবাদের ডোমকলেই পঞ্চায়েত ভোটের দিন ২৩ জন খুন হয়েছিলেন। সেই মুর্শিদাবাদেই তেইশের ভোটের মনোনয়ন জমা শুরুর দিনেই খুনের ঘটনা ঘটল।
২২ দিন পর রহস্যের কিনারা, অভিযুক্তকে জেরা করে কুলতলির বাগানে মিলল ব্যবসায়ীর দেহ