Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

পেট্রল-ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার কংগ্রেস প্রার্থী! কাঁকসায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এবার পেট্রল-ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার করা হল এক কংগ্রেস প্রার্থীকে। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে কাঁকসায়। ওই কংগ্রেস প্রার্থীর নাম শেখ সাহেব। পুলিল সূত্রে জানা গিয়েছে, কাঁকসার মাধবমাঠের ৬৪ নম্বর বু

পেট্রল-ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার কংগ্রেস প্রার্থী! কাঁকসায় শোরগোল

শেষ আপডেট: 16 June 2023 06:29

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: এবার পেট্রল-ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার করা হল এক কংগ্রেস প্রার্থীকে। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে কাঁকসায়। ওই কংগ্রেস প্রার্থীর নাম শেখ সাহেব।

পুলিল সূত্রে জানা গিয়েছে, কাঁকসার মাধবমাঠের ৬৪ নম্বর বুথ থেকে এবার পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সাহেব। বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যান করে বেশ কয়েকটি জারিকেন নিয়ে যাচ্ছিলেন তিনি। পুলিশ সেই সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তা অসঙ্গতি থাকায় পিকআপ ভ্যানে থাকা জারিকেন গুলিতে তল্লাশি চালায়। দেখা যায়, সেই জারিকেনগুলিকে লিটার লিটার পেট্রল ও ডিজেল রয়েছে। পুলিশের অনুমান সেগুলিকে পাচার করতেই অন্যত্র কোথাও নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পুলিশ ইতিমধ্যে জ্বালানি ভর্তি জারিকেনগুলিকে বাজেয়াপ্ত করেছে। সঙ্গে ওই কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করে থানা জিজ্ঞাসাবাদ করছে।

যদিও এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কাঁকসার ব্লকের কংগ্রেসের কার্যকরী সভাপতি মোজাম্মেল হকের অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। তিনি আরও জানান, 'এই বছর অন্যবারের তুলনায় কংগ্রেস অনেক প্রার্থী মনোনয়ন জমা দিতে পেরেছেন। তাই প্রার্থীদের উপর মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল। মনোনয়ন না তুললে তখনই এই ধরণের মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে।'

কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন,' মানুষ বিরোধীদের পাশে নেই। ওরা চুরির সঙ্গে যুক্ত। এটাই আরেক প্রমাণ।'

তৃণমূলের দেদার মনোনয়ন হুগলিতে, ‘একনিষ্ঠ কর্মী’রা নাম প্রত্যাহার করবে বলেই দলের আশা


ভিডিও স্টোরি