শেষ আপডেট: 10th June 2023 09:56
কেন আইএসএফকে মনোনয়ন! সরকারি অফিসারকে মারধরের নালিশ ভাঙড়ে
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়তে হচ্ছে বলে জেলায় জেলায় অভিযোগ বিরোধীদের। এবার আইএসএফকে কেন মনোনয়নের ফর্ম দেওয়া হল, সেই প্রশ্ন তুলে সরকারি অফিসারকে মারধরের নালিশ তৃণমূলের বিরুদ্ধে। সরকারি অফিসারকে মারধরের অভিযোগে শোরগোল পড়ল ভাঙড় ২ ব্লকে।
অন্য জায়গার মতো ভাঙড়েও চলছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। এদিন চালতাবেড়িয়া অঞ্চলের আইএফএফ নেতা সাইম কাদিরকে ফর্ম দেন ভাঙড় ২ ব্লকের বিডিও অফিসের স্টাফ বিদ্যুৎ ঘোষ। অভিযোগ, কেন তিনি আইএসএফ প্রার্থীকে ফর্ম দিয়েছেন এই প্রশ্ন তুলে বিদ্যুৎবাবুকে মারধর করে চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রজ্জাক মোল্লা। সেইসময় বিডিও অফিসে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা ও আরাবুল ইসলামরা উপস্থিত ছিলেন বলেও অভিযোগ।
শারীরিক নিগ্রহের শিকার বিদ্যুৎ ঘোষ জানান, মনোনয়নের ফর্ম দেওয়ার সময় প্রচণ্ড হট্টগোল চলছিল। এই সময়ই তাঁর উপর চড়াও হন কয়েকজন। মেরে তার চশমা গুড়িয়ে দেওয়া হয়েছে। নাকে আঘাত পেয়েছেন তিনি। তবে দুষ্কৃতীরা শাসকদলের কিনা তা তাঁর জানা নেই। তিনি বলেন, “মনোনয়নের ফর্ম দেওয়ার সময় কয়েকজন আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে তাঁরা কোন দলের তা বলতে পারব না।” বিডিও কার্তিকচন্দ্র রায় বলেন, “আমাদের একজন কর্মী আক্রান্ত হয়েছেন। তাঁর নাকে ঘুষি মারা হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি।
বিডিও অফিসে প্রার্থী বাছাই কেন হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। তবে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, “এমন কোনও ঘটনার কথা তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন। যদি কেউ এমন কিছু করে থাকে তবে তাঁর বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
সুব্রত বলেছিলেন ‘বোমকল’, জমানা বদলালেও বদলাল না ডোমকল, অব্যাহত হিংসা