শেষ আপডেট: 9th December 2022 12:50
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পড়ুয়াদের সঙ্গে দু'হাত তুলে নাচছেন কলেজের অধ্যক্ষ (College Principal)। ব্যাকগ্রাউন্ডে বাজছে 'কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া' গানের ডিজে ভার্সান (Dance With DJ Song)! পূর্ব বর্ধমানের মেমারি কলেজের অধ্যক্ষের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক (Viral Video Controversy)।
বৃহস্পতিবার মেমারি কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেইসঙ্গে প্রথমবর্ষের পড়ুয়াদের নবীন বরণ করাও হয়। এই অনুষ্ঠানের উদ্ধোধনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, স্থানীয় বিধায়ক মধুসূধন ভট্টাচার্যরা। সেই অনুষ্ঠানেরই পরের দিকে মঞ্চ থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে নাচে মেতে ওঠেন কলেজের অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী।
অধ্যক্ষের এই নাচকে কেন্দ্র করে তীব্র হয়েছে বিতর্ক। অনেকেই বিষয়টির মধ্যে ভুল দেখছেন। কেউ কেউ দাবি করেন, পড়ুয়াদের সঙ্গে চটুল গানে পা মিলিয়েছেন প্রিন্সিপাল। এতে অপসংস্কৃতি আরও উৎসাহ পাবে। এই নিয়ে খোদ দেবাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের অনুরোধে আদিবাসী নৃত্যে অংশ নিয়েছিলেন।
বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিজেপি। তাদের জেলা সহসভাপতি সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, "গোটা রাজ্যেই অপসংস্কৃতি চলছে। এটা তার নমুনা। কলেজের অধ্যক্ষ যদি এইভাবে নাচেন তবে রাজ্যের সংস্কৃতি কোথায় গেছে বোঝ যাচ্ছে। আগে শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের গুরু-শিষ্যের ভালোবাসা ছিল।"
কংগ্রেসও বিষয়টি ভালভাবে নেয়নি। তাদের দাবি, রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রকৃত হাল এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে।
তবে অনেকেই আবার অধ্যক্ষের এই নাচের মধ্যে ভুল কিছু দেখছেন না। তাঁদের মতে, দিন বদলেছে। ছাত্রছাত্রীদের সঙ্গে সুস্থ গানে শিক্ষকরা পা মেলালে ভুল কিছু নেই। বরং তা ছাত্র-শিক্ষক সম্পর্ককে আরও মজবুত করে।
রুশ অর্থনীতিবিদের সঙ্গে মুর্শিদাবাদের ছেলের বিয়ে! কান্দিতে হল সিঁদুরদান