শেষ আপডেট: 17th August 2020 14:56
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: মাত্র হাফ সেন্টিমিটার একটি ছোট্ট চালের দানায় ভারতের মানচিত্র এঁকে আন্তর্জাতিক রেকর্ড স্থাপন করলেন আলিপুরদুয়ারের তরুণা স্নেহা দাস। আলিপুরদুয়ার কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই ছাত্রীর আঁকা ভারতের মানচিত্রকে এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষুদ্রতম মানচিত্র বলে স্বীকৃতি দিয়েছেন ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার শহরের ৮ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকার এই ছাত্রীর সাফল্যের খবর জানাজাবি হতেই হইচই শুরু হয়ে গিয়েছে নানা স্তরে। সংবর্ধনার বন্যায় ভাসতে শুরু করেছেন প্রতিভাবান তরুণী। পাড়া-প্রতিবেশীদের তরফে তো বটেই, আজ সোমবার আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীও এই সোনার মেয়েকে সংবর্ধনা দিয়েছেন। আলিপুরদুয়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপন ঘোষ এ বিষয়ে বলেন, "আমাদের পাড়াতেই এমন প্রতিভা রয়েছে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। দারুণ এক কাণ্ড ঘটিয়েছে মেয়েটি। ভবিষ্যতে ওর সাফল্য কামনা করছি। ও অনেক বড় হবে, দেশের নাম উজ্জ্বল করবে।" জানা গিয়েছে মাত্র ০.৫ সেমি চালের দানায় ফেব্রিক রঙ দিয়ে স্পষ্ট ভারতের মানচিত্র এঁকেছেন আলিপুরদুয়ার কলেজের পাসকোর্সের এই ছাত্রী। জানা গেল, ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী দিয়েই নানান ঘর সাজানোর জিনিস বানাতে পারদর্শী এই মেয়ে। নিজের সাফল্যের প্রসঙ্গে স্নেহা বলেন, "এক থেকে দেড় মিনিটে চালের দানায় ভারতের ম্যাপ এঁকেছি আমি। তবে ক্ষুদ্রতম ভারতের ম্যাপ আঁকার রেকর্ড করে ফেলতে পারব বলে আমি নিজেও ভাবতে পারিনি। আমি নাচতে এবং হাতের কাজ করতে ভালোবাসি। ভবিষ্যতে আমার ভাল লাগাকেই পেশা করতে চাই।" স্নেহার বাবা শ্যামল দাস ও মা বিনীতা দাস। দু'জনেই মেয়ের এই অসাধ্য সাধনে খুশি।