শেষ আপডেট: 10th September 2023 10:21
দ্য ওয়াল ব্যুরো: ফের বড় সাফল্য বেঙ্গল এসটিএফ-এর। খাস কলকাতার নিউটাউনে (NewTown) আলিয়া ইউনিভার্সিটি বাসস্ট্যান্ড এলাকা থেকে কোকেন সহ ৭ যুবককে হাতেনাতে পাকড়াও করলেন এসটিএফ-এর (Bengal STF) সদস্যরা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সাতজনকেই (cocaine smuggling)।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় আলিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় জোরদার তল্লাশি চালায় এসটিএফ। ওই এলাকাটি বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত টেকনোসিটি থানার অধীনে পড়ে। এদিন ইকোস্পেস আইল্যান্ডের কাছে সার্ভিস রোডে দাঁড়িয়ে চুপচাপ অপেক্ষা করছিলেন স্পেশাল টাস্ক ফোর্স-এর সদস্যরা।
এই কিছুক্ষণ পরেই একটি বাইক এবং একটি গাড়িতে চড়ে ছয় যুবক ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন ছিল টাটা আল্ট্রোজ গাড়িতে। বাকি দুজন একটি বাজাজ পালসার বাইকে করে আসে সেখানে। এরপর অন্য এক যুবকের সঙ্গে সাক্ষাৎ করে ওই ৬ জন। সপ্তম যুবকের কাছ থেকে কোকেন সংগ্রহ করার সময় ৭ জনকেই হাতেনাতে পাকড়াও করে এসটিএফ।
ঘটনায় সাতজনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল লেকটাউন থানা এলাকার বাঙ্গুর অ্যাভেনিউ-এর বাসিন্দার ঋষি সাগর, উত্তর প্রদেশের আগ্রার রাজগঞ্জের রাহুল সিং, বাগুইআটির রিকি দত্ত, কেষ্টপুরের রাহুল দত্ত, আগ্রার অবিনাশ কুমার, বাঙ্গুরের সন্টি সিং এবং বিহারের মধুবনীর বাসিন্দা অভিষেক ঠাকুর। এদের মধ্যে রাহুল দত্ত এবং অভিষেক এসেছিল মোটরবাইকে করে। ঋষি, রাহুল সিং, রিকি দত্ত এবং সন্টি সিং এসেছিল চারচাকা গাড়িতে করে। তারা সকলে অবিনাশের সঙ্গে দেখা করে মাদক সংগ্রহ করছিল। আজ রবিবার ধৃত সাতজনকেই হাওড়ার সিজেএম আদালতে তোলা হবে।
কেরোসিনের জ্বালায় খাবি খাচ্ছে গোখরো! কীভাবে উদ্ধার হল, দেখুন ভিডিও