শেষ আপডেট: 2nd July 2022 11:14
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের স্টোররুমের ভেতর ঢুকে পড়েছিল বিশাল আকারের একটি গোখরো (cobra) সাপ। যা নিয়ে সাতসকালে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের (Bardhaman) নতুনগ্রামে। পরে খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে ধরে নিয়ে যান।
এমনিতেই বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। জলাজঙ্গল থেকে উঠে এসে ছোটখাটো ঘুপচিতে ঢুকে পড়ে তারা। বর্ধমানের (Bardhaman) এফ পি প্রাথমিক স্কুলেও এমনই কাণ্ড ঘটেছে। পাশের একটি ডোবা থেকে উঠে এসে নর্দমা দিয়ে স্কুলের ভেতরে গুদামঘরে ঢুকে পড়ে গোখরোটি (cobra)। সেসময় স্কুলেরই একজন সহশিক্ষক ও এক ছাত্র এই ঘটনা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে জানায়। খবর যায় বন দফতরে।
আরও পড়ুন: অন্নপ্রাশনের দিনই গলায় ভাত আটকে শিশুর মৃত্যু! মর্মান্তিক ঘটনা তুফানগঞ্জে
খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে আসেন বনকর্মীরা। গুদামঘরটি একেবারেই ছোট হওয়ায় সাপটি উদ্ধারে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। শেষ অবধি বহু কসরত করে সাপটিকে উদ্ধার করেন তাঁরা। পরে বনকর্মী বাপন বৈরাগী জানান, ‘ঠান্ডা অন্ধকার জায়গা দেখে সাপটি গুদামঘরে ঢুকে পড়েছিল। জায়গাটি খুব নোংরা এবং সংকীর্ণ। বহু কষ্টে সেটিকে উদ্ধার করা হয়েছে।’