Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

প্রধানশিক্ষকের সঙ্গে শিক্ষিকার পরকীয়া, ছাত্রছাত্রীদের সামনেই হাতাহাতিতে জড়ালেন দুই পক্ষ

প্রধানশিক্ষকের সঙ্গে শিক্ষিকার পরকীয়া, ছাত্রছাত্রীদের সামনেই হাতাহাতিতে জড়ালেন দুই পক্ষ

শেষ আপডেট: 30 September 2023 13:45

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যালয়ে ধুন্ধুমার! প্রধান শিক্ষকের সঙ্গে নাকি সম্পর্ক গড়ে উঠেছে শিক্ষিকার, এই অভিযোগে প্রধান শিক্ষকের স্ত্রী চড়াও হলেন স্বামীর উপর। ঘটনাচক্রে একই বিদ্যালয়ে প্রধানশিক্ষকের স্ত্রীও শিক্ষকতা করেন। ফলে, চোখের সামনে স্বামীর কাণ্ড দেখে মাথা ঠিক রাখতে পারেননি তিনি, দাবি সেই শিক্ষিকা তথা প্রধানশিক্ষকের স্ত্রীর। তবে ছাত্রছাত্রীদের সামনেই যে একপ্রকার চুলোচুলিতে জড়িয়ে পড়বেন দুই শিক্ষিকা এ কথা হয়তো কল্পনা করতে পারেননি কেউই। স্কুল ভর্তি ছাত্রছাত্রীদের সামনেই রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই শিক্ষিকা। 
 
কোচবিহারের মাথাভাঙার ২ নম্বর ব্লকের বড় শৌলমারী দেবশিং পাড়া পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে শনিবার এমন ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রীদের সামনেই শিক্ষক শিক্ষিকাদের এমন কাণ্ড কারখানায় রীতিমতো বিরক্ত অভিভাবকরা। এই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষিপ্ত অভিভাবকরা স্কুলে চড়াও হন। তাঁরা আটকে রাখেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। পরে বিদ্যালয় পরিদর্শকের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবস্থা আয়ত্তে আসে। 
 
জানা গেছে, স্কুলে পারিবারিক বিবাদের জেরে গন্ডগোল এই প্রথম নয়। এক বছর আগে স্কুলে বদলি হয়ে আসেন এক অবিবাহিত শিক্ষিকা। প্রধানশিক্ষকের স্ত্রীর দাবি ওই নতুন শিক্ষিকার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী। এই নিয়ে এর আগেও বিবাদে জড়িয়েছেন ওই শিক্ষিকা। সেই সময়ে পারিবারিক ঝামেলার আঁচ যাতে বিদ্যালয়ে না পড়ে সে নিয়ে আলোচনায় বসেন অভিভাবকরা। প্রধানশিক্ষকের তরফে আশ্বাস দেওয়া হয় এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। তবে আশ্বাসই সার হল। ফের শুক্রবার নতুন করে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই শিক্ষিকা। 
 
স্কুলের মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের এমন কাণ্ড দেখে হতবাক পড়ুয়ারাও। বিরক্ত অভিভাবকদের কথায়, এমন ঘটনা বারবার স্কুলে চলতে থাকলে কি শিখবে পড়ুয়ারা। অভিভাবকদের দাবি এই শিক্ষক শিক্ষিকাদের অন্যত্র বদলি করা হোক। এ প্রসঙ্গে বিদ্যালয় পরিদর্শকের কাছেও অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। পরিদর্শক জানান, লিখিত অভিযোগ পেলে তবেই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো যাবে বিষয়টি।

ভিডিও স্টোরি