শেষ আপডেট: 4th October 2023 11:58
দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ। বুধবারই এক্স হ্যান্ডলে পোস্ট করে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির প্লাবিত এলাকাগুলি থেকে সমস্ত বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি অনুযায়ী বিপর্যয় মোকাবিলায় সমস্তরকম ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিবকে বলা হয়েছে। রাজ্যের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই উত্তরবঙ্গে রওনা হয়েছেন। ত্রাণ ও উদ্ধারকাজের তদারকি করছেন তাঁরা। প্রাকৃতিক দুর্যোগে প্রাণ ও সম্পত্তিহানি রুখতে সতর্ক রয়েছে প্রশাসন।
সিকিমে হরপা বানে ২৩ জন সেনার নিখোঁজ হওয়ার ঘটনাতেও এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মেঘভাঙা বৃষ্টিতে মঙ্গলবার থেকে তোলপাড় সিকিমও। যে কোনও দরকারে প্রতিবেশী রাজ্যের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মমতা।
সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ জলস্ফীতি দেখা দিয়েছে তিস্তায়। পরিস্থিতি বিবেচনা করে তিস্তার দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। জলপাইগুড়িতে তিস্তার পাড়ে মাইক নিয়ে প্রচার শুরু করেছে পুলিশ। নদীর ধারে বসবাসকারী সমস্ত বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন জানান, তিস্তা চরের বিভিন্ন এলাকায় ভোররাত থেকেই শুরু হয়েছে উদ্ধার কাজ। সতর্কতা জারি হয়েছে গোটা জেলায়।