শেষ আপডেট: 18th March 2023 14:18
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: পরীক্ষাকেন্দ্রে সিট খোঁজাকে কেন্দ্র করে সংঘর্ষ (clash) বাঁধল উচ্চমাধ্যমিক (HS exam) পরীক্ষার্থীদের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মারামারিতে আহত হয় দু-তিনজন পরীক্ষার্থী। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এরপর কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় পরীক্ষা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিঙ্গল উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, শনিবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। ভিঙ্গল উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছে কনুয়া হাই মাদ্রাসা এবং চণ্ডীপুর হাইস্কুলের ছাত্রদের। সূত্রের খবর, প্রথম দু'দিন নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছিল। গোল বাঁধে আজই। পরীক্ষা শুরুর আগে হঠাৎই সিট খোঁজা নিয়ে দুই স্কুলের কয়েকজন ছাত্রের মধ্যেে ঝামেলা শুরু হয়। কনুয়া হাই মাদ্রাসার এক পরীক্ষার্থীর অভিযোগ, চণ্ডীপুর হাইস্কুলের ছাত্ররা তাদের এক ছাত্রকে প্রথমে মারধর করে। তারপরেই শুরু হয় ঝামেলা। এতে মাথা ফেটে যায় এক ছাত্রের। আরো দু'জন ছাত্র চোট আঘাত পেয়েছে।
ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় ভিঙ্গল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরীক্ষা কেন্দ্রে থানার আইসি দেওদূত গজমেরের নেতৃত্বে পুলিশ এসে পৌঁছনোর পরই নিমেষে শান্ত হয়ে যায় এলাকা। অতঃপর পুলিশি নিরাপত্তার মধ্যেই শুরু হয় পরীক্ষা। ভিঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র প্রসাদ সাহা জানিয়েছেন, সঠিক সময়ে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালীন আর কোনওরকম অশান্তি হয়নি।
বাংলা-বিহার সীমান্তে প্রচুর আগ্নেয়ান্ত্র উদ্ধার, বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল এসটিএফ