শেষ আপডেট: 31st August 2023 11:17
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দৌলতাবাদের রুহিয়া গ্ৰামের মেয়ে রুকাইয়া সুলতানা। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) (Civil Service Examination) পরীক্ষায় ২৭ র্যাঙ্ক করে চমকে দিয়েছেন তিনি।
বাবা রুহুল হোসেন চাষের কাজ করে সচল রেখেছেন সংসারের চাকাটা। মা আরজুমা খাতুন পার্শ্ব শিক্ষিকা। অভাবের সংসারে ছোট থেকেই পড়াশোনাকেই আঁকড়ে ধরেছিলেন রুকাইয়া। যাই হয়ে যাক, পড়াশোনা ছাড়বেন না, এমনটাই তাঁর জেদ। অতি সাধারণ ঘর থেকে উঠে আসা রুকাইয়ার সাফল্যে শুধু তাঁর পরিবার নয়, গোটা গ্রামই গর্বিত।
বহরমপুরের (Berhampore) মহারানি কাশীশ্বরী গার্লস স্কুলের ছাত্রী ছিলেন রুকাইয়া। কৃষ্ণনাথ কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। এমএসসি পাশ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। অভাবের সংসারে টিউশন পড়িয়ে উপার্জন করেছেন। সেই টাকাতেই পড়াশোনা করেছেন রুকাইয়া সুলতানা।
ঘরের মেয়ের এমন সাফল্যে খুশির বাঁধ ভেঙেছে দৌলতাবাদের রুহিয়া গ্ৰামে। আশেপাশের মানুষের ভিড় তাঁর বাড়িতে। খবর পেয়ে দৌলতাবাদ থানার ওসি দেবাশিস ঘোষ শুভেচ্ছা জানাতে যান রুকাইয়ার বাড়িতে। উচ্চপদস্থ আধিকারিক হয়ে জনসাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: কল সেন্টারে প্রতারণার ফাঁদ! কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগে বান্ধবী-সহ গ্রেফতার ছাত্রনেতা