শেষ আপডেট: 3rd August 2022 09:28
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পুলিশ (Delhi Police) তাদের কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করল সিআইডি (CID)। বাংলা পুলিশের গোয়েন্দা শাখার চার আধিকারিকের কাছে প্রয়োজনীয় কাগজ থাকা সত্ত্বেও সিদ্ধার্থ মজুমদার নামের এক ব্যাবসায়ীর বাড়িতে তাঁদের তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে বলে দাবি ভবানী ভবনের। বুধবার দুপুর পর্যন্ত খবর, দিল্লিতে যাওয়া ওই চার আধিকারিককে সাউথ ক্যাম্পাস থানায় বসিয়ে রাখা হয়েছে।
মহারাষ্ট্র সংকট: উদ্ধব-শিন্ডে বিবাদ মামলায় শিবসেনার অভিভাবকত্ব নিয়ে জোর তরজা
গত শনিবার হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে প্রায় ৫০ লক্ষ টাকা সহ আটক করে পুলিশ। তারপর সেই তদন্ত হাতে হাতে নেয় সিআইডি। আপাতত ঝাড়খণ্ডের ওই তিন কংগ্রেস বিধায়ক সিআইডি হেফাজতে রয়েছেন।
জানা গিয়েছে, সেই তদন্ত সূত্রেই দিল্লি পৌঁছেছিল সিআইডি টিম। কিন্তু সিদ্ধার্থ মজুমদারের বাড়িতে পৌঁছনোর পরেই দিল্লি পুলিশ তুলাশিতে বাধা দেয়। পাল্টা দিল্লি পুলিশ দাবি করেছে, যে তদন্তকারী অফিসার যাবেন বলে ভবানী ভবনের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি যাননি।
রাজধানীতে এ হেন জটিলতা কাটাতে রাজ্য পুলিশের তিন শীর্ষ কর্তা দিল্লি রওনা হচ্ছেন বলে জানা গিয়েছে। তাঁরা গিয়ে দিল্লি পুলিশের সঙ্গে কথা বলবেন। বেলা তিনটে পর্যন্ত খবর, সিআইডির ওই আধিকারিকদের আপাতত সাউথ ক্যাম্পাস থানায় বসিয়ে রাখা হয়েছে।