শেষ আপডেট: 25th December 2022 10:06
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বড়দিনের বড় ঘটনা। সিবিআই হেফাজতে মৃত লালন শেখের ( Lalan Death Case) বগটুই গ্রামের ( Bagtui Village) বাড়িতে গেল সিআইডির ( CID ) ফরেনসিক বিশেষজ্ঞদের দল। এই চার সদস্যের দল লালনের বাড়ির ভিতর সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে।
বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত লালন শেখ মার্চ মাস থেকে পলাতক ছিল। অবশেষে কিছুদিন আগে তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু আচমকাই রামপুরহাটের সিবিআই ক্যাম্পে 'পার্সিয়াল হ্যাঙ্গিং' অবস্থায় লালনের দেহ উদ্ধার হয়। এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। সিবিআইয়ের দাবি, লালন আত্মহত্যা করেছে। অপরদিকে লালন শেখের স্ত্রী রেশমা বিবি সহ পরিজনদের অভিযোগ, সিবিআই খুন করেছে লালনকে।
এই নিয়ে চাপানউতোরের মাঝেই রাজ্য প্রশাসন লালন শেখের মৃত্যু রহস্য উদঘাটন করতে সিআইডিকে দায়িত্ব দেয়। ইতিমধ্যেই রেশমা বিবি অভিযোগ করেন, সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁদের বাড়িতে চুরি-ভাঙচুর চালানো হয়েছে। বস্তুত বগটুই গ্রামে লালন শেখের সাজানো বাড়িকে বর্তমানে ধ্বংসস্তূপ বলে ভ্রম হতে পারে এতোটাই তার খারাপ অবস্থা।
রবিবার লালনের সেই বাড়িতে গিয়েই বিভিন্ন নমুনা সংগ্রহ করে সিআইডি-র ফরেনসিক বিশেষজ্ঞরা। যদিও তাঁরা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
গরু চুরির জন্য উপ-প্রধানের দাদাকে মার, পাল্টা হামলা গ্রামবাসীদের উপর!