শেষ আপডেট: 12 October 2023 13:32
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি তিস্তায় হড়পা বানের দাপটে ভেসে গিয়েছে একাধিক সেনা ছাউনি। ছাউনিতে থাকা ভারতীয় সেনার একাধিক আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক পদার্থ এখনও জলের স্রোতে ভাসছে। বিপজ্জনক ওই পদার্থে হাত না দেওয়ার জন্য নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায়, “তিস্তার জলে সেনার যেসব বন্দুক বা আর্মস বা সেনার জিনিস ভেসে এসেছে, সেগুলোতে কেউ হাত দেবেন না। ওগুলোতে অনেক কিছু ঘটে যেতে পারে। ওরকম কিছু চোখে পড়লে পুলিশকে খবর দেবেন।”
তিস্তার জলে ভাসতে থাকা বিপজ্জনক ওই পদার্থে কৌতূহলবশত হাত দিতে গিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন একজন। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।
সম্প্রতি টানা বৃষ্টি এবং উত্তর সিকিমের লোনাক হ্রদের একাংশ জল তিস্তায় গিয়ে পড়ার কারণে হুহু করে জল বাড়তে থাকে বিস্তীর্ণ অংশে। জলের তোড়ে রাতারাতি ভেসে যায় একাধিক সেনা ছাউনি, ঘরবাড়ি। জলে ভেসে মৃত্?উ হয় একাধিক সেনার। বিপর্যয়ের কারণে সিকিমে ভেঙে পডৱে ১৪টি সেতু।
এই মুর্হূতে জলস্তর নামলেও তিস্তার নদীতে ভাসছে সেনা বাহিনীর ছাউনির বিভিন্ন বিস্ফোরক পদার্থ। যার ফলে নতুন করে হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। সেকারণেই মুখ্যমন্ত্রীর তরফে এমন সতর্কতা বলে মনে করা হচ্ছে। বস্তুত, সিকিমের বন্যার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে কালিম্পংয়ের বিস্তৃর্ণ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের চার মন্ত্রীর প্রতিনিধি দল। তাঁরা তিনদিন ধরে এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবেন।