শেষ আপডেট: 8th April 2023 03:44
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) জিম সেন্টারের (Gym center) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন সেখানকার সদস্যরা। মধ্যমগ্রামের একটি শপিং মলে শ্রাবন্তীর জিম রয়েছে। অভিযোগ, অনেকের কাছ থেকে সারা বছরের টাকা নিয়ে নেওয়ার পর সেই সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে মধ্যমগ্রাম থানায় জিমের একাধিক সদস্য অভিযোগও দায়ের করেছেন।
কয়েক বছর আগে এই জিম চালু করেন শ্রাবন্তী। নিজে ভিডিও বার্তা দিয়ে ঘোষণাও করেছিলেন অভিনেত্রী। উদ্বোধনও হয়েছিল তাঁর হাতেই। সেলিব্রিটির জিমে ভর্তি হওয়ার হিড়িকও দেখা গিয়েছিল। উদ্বোধনের সময়ে অফার দেওয়া হয়েছিল। এ বছরের গোড়াতেও ফের নতুন অফার দেওয়া হয়। যেখানে বছরে এই জিমটিতে লাগে ১৮ হাজার টাকা। জানুয়ারিতে বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছিল, সাড়ে সাত হাজার টাকা দিলেই ভর্তি হওয়া যাবে।
যদিও পরে আবার পার্সোনাল ট্রেনানের তত্ত্বে আরও চার হাজার টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু দোলের পর থেকে এই জিম সেন্টারটি আর খুলছে না। জানা গিয়েছে, শপিং মলের ফ্লোর ভাড়া, বিদ্যুৎ বিল বকেয়া থাকাতেই বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সংবাদমাধ্যমে অভিনেত্রী শ্রাবন্তী বলেছেন, ‘গত ছ’মাস আগে ওই জিমের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু আমি পাবলিক ফিগার। তাই আমার নাম জড়িয়েছে। বাকি পার্টনারদের সঙ্গে কথা বলেছি। আশা করি এপ্রিলের মধ্যেই সদস্যদের টাকা ফেরত দিয়ে দেওয়া যাবে।’
বিকাশ ভবনের ছ’তলার ৮ নম্বর ঘরই ঘুঘুর বাসা ছিল, কুন্তলের চার্জশিটে লিখল ইডি