শেষ আপডেট: 15th June 2018 13:35
দ্য় ওয়াল ব্য়ুরো: প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল জলপাইগুড়ির এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। প্রতারিত চ্যাংরাবান্ধার তিন বাসিন্দা হেলানুর বেগম, শেহেনাজ খাতুন ও আব্দুল মজিদ শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে এই ৩ জনের থেকে কয়েক দফায় মোট ১০ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। হেলানুর বেগম জানান, এক অনুষ্ঠান বাড়িতে অভিযুক্তদের সাথে দেখা হয়েছিল তাঁর। কথায় কথায় শাসক দলের বিভিন্ন নেতার সাথে তাঁদের পরিচয়ের কথা জানিয়েছিলেন তাঁরা। প্রাইমারিতে চাকরি দেওয়ার জন্য বেশ কয়েকটি কোটা আছে বলেও জানিয়েছিলেন। তাঁদের কথায় প্রভাবিত হয়েই তাঁরা কয়েক দফায় মোট ১০ লক্ষ টাকা দেন। পরে চাকরিপ্রাপকদের তালিকায় তাঁদের নাম না থাকায় টাকা ফেরতের দাবি করেন তাঁরা। কিন্তু কোনওমতেই টাকা ফেরত দিতে রাজি হননি অভিযুক্তরা। এমনটাই দাবি হেলানুর বেগমের। ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল কিষান ক্ষেত মজদুর ইউনিয়ন এর জেলা সভাপতি ও জলপাইগুড়ি জেলাপরিষদ এর সদস্য দুলাল দেবনাথের ছেলে রাহুল দেবনাথ অভিযোগ অস্বীকার করে বলেন, “রাজনৈতিক কারণে আমাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।” তবে এর পেছনে দলের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে কিনা তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি তিনি। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ আমরা একটা প্রতারণার অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”