শেষ আপডেট: 10th June 2023 08:45
মনোনয়ন জমাকে ঘিরে ফের উত্তপ্ত বারাবনি, এলাকায় র্যাফ-কমব্যাট ফোর্স
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে আবারও উত্তপ্ত হয়ে উঠল বারাবনি। ফের সিপিএমকে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বাধা দেওয়ায় সংঘর্ষ বেঁধে যায় দু-দলের। অবস্থা সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে।
শনিবার সকালে সিপিএমের কর্মী সমর্থকরা বারাবনি ব্লকের বিডিও অফিস চত্বরে এলে গন্ডগোলের সূত্রপাত। সিপিএমের প্রার্থীরা ডিসিআর নিতে গেলে তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। সিপিএম কর্মীরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই গন্ডগোল বেঁধে যায়। শুরু হয় মারপিট। বিডিও অফিস চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে র্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।
শুক্রবারের এই বারাবনি বিডিও অফিসেই সিপিএমের ১৫ প্রার্থীর ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। ওই ঘটনা নিয়ে সিপিএমের তরফে জেলাশাসক ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। শনিবারও এমন ঘটনা ঘটতে পারে বলে আগেই আশঙ্কা ছিল সিপিএমের। সিপিএমের বারাবনি এরিয়া সম্পাদক তপন দাস বলেন, “এদিন সকাল থেকেই বারাবনি বিডিও অফিস ঘিরে রেখেছিল তৃণমুল কংগ্রেসের দুষ্কৃতীরা। পুলিশ থাকলেও, তারা ছিল দর্শক। আমাদের দলের কর্মীরা ডিসিআর কাটতে গেলে আটকানো হয়। মারধর করা হয় তাঁদের। সেই বাধা উপেক্ষা করেই আমরা বিডিও অফিসে ঢুকেছি।”
শাসক দলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতাদের বক্তব্য, কেউ সিপিএমকে মনোনয়ন দিতে বাধা দেয়নি। পুরোটাই মিথ্যে অভিযোগ।
চারচাকার গাড়িকে পিষে দিল লরি, শক্তিগড়ে ভয়াবহ দুর্ঘটনায় শোরগোল