Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা! রাজীব বনে, দফতর ছাঁটলেন শোভনদেবের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যে এই পদক্ষেপ করতে চলেছেন তা 'দ্য ওয়াল'-এ কয়েক দিন আগেই লেখা হয়েছিল। হলও তাই। তাৎপর্যপূর্ণ ভাবেই কিছুটা হলেও দায়িত্ব কমল শোভনদেব চট্টোপাধ্যায়

মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা! রাজীব বনে, দফতর ছাঁটলেন শোভনদেবের

শেষ আপডেট: 17 November 2019 11:01

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যে এই পদক্ষেপ করতে চলেছেন তা 'দ্য ওয়াল'-এ কয়েক দিন আগেই লেখা হয়েছিল। হলও তাই। তাৎপর্যপূর্ণ ভাবেই কিছুটা হলেও দায়িত্ব কমল শোভনদেব চট্টোপাধ্যায়ের। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে সরিয়ে তুলনামূলক ভাবে গুরুত্বপূর্ণ বন দফতরের মন্ত্রী করা হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এই দফতরের দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। ফলে ব্রাত্যর হাতে এখন শুধু রইল বায়োটেকনোলজি দফতর। মন্ত্রিসভার এ বারের রদবদলে যে নতুন কোনও মুখকে নবান্নে আনা হবে না বা কাউকে একেবারেই ছাঁটা হবে না, তা শাসক দলের মধ্যে আগেই স্পষ্ট ছিল। কারণ, দলের অনেকের মতে লোকসভা ভোটে বিজেপি এক লাফে ১৮টি আসনে জিতে যাওয়ার পর মন্ত্রীদের কাউকেই ক্ষুণ্ণ করা বুদ্ধিমত্তার কাজ হত না। কারণ, গেরুয়া শিবিরের হাতছানি রয়েছে প্রতিনিয়ত। তবে প্রশাসনিক ও রাজনৈতিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কিছু পরিবর্তন করা জরুরি ছিল। যেমন লোকসভা ভোটে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ গোটা পশ্চিমাঞ্চলে এক প্রকার ধুয়ে সাফ হয়ে গিয়েছে তৃণমূল। একমাত্র ঘাটালে দেব ছাড়া কেউই জিততে পারেননি। তাই স্থানীয় এক নেতাকে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া জরুরি ছিল। এর আগে ওই অঞ্চল থেকে শান্তিরাম মাহাতো মন্ত্রী ছিলেন। কিন্তু পঞ্চায়েত ভোটে ফল খারাপ হওয়ার পর শান্তিরামকে দফতরবিহীন মন্ত্রী করে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের দায়িত্ব দিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপর। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কদিন আগে সুব্রতবাবুকে ডেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তাঁর কাছ থেকে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের দায়িত্ব নিয়ে তিনি শান্তিরামকে দিতে চান। তবে পরিবর্তে সুব্রতবাবুকে অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেবেন। এ দিন তাই করেছেন মুখ্যমন্ত্রী। অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে নিয়ে সুব্রতবাবুকে দিয়েছেন। ভুলে গেলে চলবে না, গত রবিবার রাসবিহারী মোড়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের অনুগামীদের প্রকাশ্যে ধাক্কাধাক্কি হয়েছিল। তা ছাড়া লোকসভা ভোটে দক্ষিণ কলকাতার সাতটি আসনের মধ্যে একমাত্র শোভনদেবের বিধানসভা রাসবিহারী আসনে হেরেছিল তৃণমূল। কোচবিহারের নেতা বিনয়কৃষ্ণ বর্মণও এত দিন দফতরবিহীন মন্ত্রী ছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।

ভিডিও স্টোরি