শেষ আপডেট: 14th July 2023 11:54
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চন্দ্রযান-২ এর (Chandrayan-3 Lunch) সফল উৎক্ষেপণ হয়নি। সেজন্য আফসোস ছিল। এবার যেন যাত্রা শুভ হয়। মনে প্রাণে সেই প্রার্থনা করছেন বছর আটষট্টির মধুসূদন কুমার।
গুরাপের (Hooghly) খাজুরদহের মাজিনান শিবপুর গ্রামে বাড়ি মধুসূদন কুমারের। ২০১৯ সালের ২২ জুলাই উৎক্ষেপণের পর ৬ সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রমকে চাঁদের পিঠে নামাতে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। সেই মিশনে সামিল ছিলেন
মাজিনান শিবপুর গ্রামে স্ত্রী অসীমাকে নিয়ে থাকেন মধুসূদন কুমার। দুই ছেলেই কৃতি। তবে তাঁদের নিজেদের জীবনযাত্রায় কোনও পরিবর্তন আসেনি। এখনও চাষবাস করেই কাটে দিন। মিশন চন্দ্রযান-৩ সফল হোক গোটা দেশবাসীর সঙ্গে চাইছেন মধুসূদনবাবু আর তাঁর স্ত্রী অসীমা। ছেলেরা বছরে এক দু’বার আসেন। জানুয়ারি মাসে সপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন চন্দ্রকান্ত। প্রতিদিনই ছেলেদের সঙ্গে কথা হয়।
মধুসূদনবাবু জানালেন, মিশন চন্দ্রযান-৩ এ নেই চন্দ্রকান্ত। তবে চন্দ্রযান-৩ র উৎক্ষেপণপর্ব গভীর উৎকন্ঠাতেই কাটছে তাঁর। আসলে তাঁদের টিমের পাঠানো চন্দ্রযান-২ এর অরবিটর যা চাঁদের কক্ষপথে রয়েছে তার সাহায্য নেবে চন্দ্রযান-৩ এর ভিতরে থাকা ল্যান্ডার। এই পর্ব মসৃণ না হওয়া পর্যন্ত চোখে ঘুম নেই চন্দ্রকান্তদের। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ হয়েছে। এখন ভালোয় ভালোয় চাঁদের মাটিতে পৌঁছে যাক, গোটা দেশের সঙ্গে সেই প্রার্থনায় সামিল হয়েছেন চন্দ্রকান্তর বাবা-মাও।
১১৪ কিলোমিটার উপরে পেলোড আলাদা হল, ৪০ দিনের যাত্রা শেষে চাঁদে পৌঁছবে চন্দ্রযান