শেষ আপডেট: 24th August 2023 15:00
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করল চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। এই সময় গোটা দেশের মানুষের চোখ যখন টেলিভিশনের পর্দায়। ঠিক সেই সময় ইসরোর সদর দফতরে বসা দেশের তাবড় বিজ্ঞানীদের মুখের পাশেই ভেসে উঠল জলপাইগুড়ি (Jalpaiguri) বর্ধিত মোহন্ত পাড়ার বাসিন্দা (Chandrayaan 3 Bengali Scientist), গোলাপি শার্ট পরা এক যুবকের মুখও। কৌশিক নাগ (Kaushik Nag)।
মুহূর্তে সেই দৃশ্যের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সারা শহরে। খবর ছড়িয়ে পড়তেই কৌশিকের বাড়িতে ভিড় জমতে থাকে।ছুটে যান স্থানীয় কাউন্সিলরও। জেলা পুলিশের পক্ষ থেকেও টিম নিয়ে ছুটে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার। ফুল মিষ্টি দিয়ে অভিনন্দন জানিয়ে যান রত্নগর্ভা মা সোনালী নাগকে।
এমন ভিড় সামলানোর সুখই আলাদা, বলছেন মা সোনালী। তিনি বলেন, 'আমার ছেলে ইসরোর বিজ্ঞানী। ও জিজ্ঞেস করল, কেমন লাগছে আমাদের, বললাম নাসা পারেনি, রাশিয়া পারেনি, আমার দেশ পেরেছে, আমাদের দেশকে স্যালুট জানাচ্ছি। পুরো অনুষ্ঠান দেখলাম। ছেলেকেও দেখলাম টিভিতে। ও এখন ব্যাঙ্গালোরের অফিসে আছে। ছেলেকে অনেকদিন দেখিনি, টিভিতেই দেখতে পেলাম। বিশাল আনন্দ হয়েছে আমার। বাঙালি হিসেবে আমরা গর্বিত, জলপাইগুড়ির বাসিন্দা হিসেবেও গর্বিত।'
পরিবার সূত্রের খবর, কৌশিক নাগ জলপাইগুড়ি শহর সংলগ্ন হোলি চাইল্ড নামক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন ২০১১ সালে। এরপর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করে, ২০১৮ সালে যোগদান করেন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-তে। এর আগে, ২০১৯ সালে চন্দ্রযান-২ টিমেরও সদস্য ছিলেন কৌশিক। সেবারে অল্পের জন্য ফস্কেছিল লক্ষ্য। কিন্তু এবার তা হয়নি।
সংবর্ধনা জানাবার পর আইসি কোতোয়ালি অর্ঘ্য সরকার বলেন, 'জেলাবাসী হিসেবে আজ আমরা সত্যিই খুব গর্বিত। কারণ আমরা জলপাইগুড়ি শহরে কৌশিকের মতো একজন বিজ্ঞানীকে পেয়েছি, যিনি চন্দ্রযান টিমে ছিলেন। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।'
মা সোনালী নাগ আরও বলেন, 'চন্দ্রযানের সফল অবতরণের পর খুব আনন্দ হচ্ছে। সন্ধ্যার পর থেকে শুভেচ্ছা বার্তা আসছে। আমরা আপ্লুত। তবে এখানেই শেষ নয়, এবার গগনযান প্রজেক্টের টিমেও রয়েছে আমার ছেলে। ওদের উন্নতিই আমাদের সাফল্য। দেশের ছোট ছেলেমেয়েদের বলব, মন দিয়ে পড়াশোনা করতে, উন্নতির চেষ্টা করতে।'
'একসঙ্গে চাঁদে যাব', ইসরোর সাফল্যে উচ্ছ্বসিত নাসা প্রধান বললেন 'চাঁদজয়ী ভারতকেই পাশে চাই'