শেষ আপডেট: 26th September 2023 08:02
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ফোন এসেছিল মোবাইলে। কথা বলতে বলতেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল টাকা! এমনই প্রতারণার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চন্দ্রকোণা পুরসভার আলামপুরে (Chandrakona Cyber Fraud)।
ওই এলাকার বাসিন্দা পার্বতী মাইতি। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে মোবাইলে ফোন এসেছিল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম নিয়ে একজন ফোন করে বলে, তাঁর নামে একটি নতুন ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে। ব্যাঙ্ক থেকে তাঁকে সেই কার্ড সংগ্রহ করতে হবে। সেই সময় পার্বতী সেই কার্ড নিতে ইচ্ছুক নন বলে ফোন কেটে দেন।
ওই মহিলা জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলার সময়েই দুটি মেসেজ ফোনে আসে। মেসেজ খুলতেই তিনি দেখে এক দফায় ৯৭২৮ টাকা ও দ্বিতীয় দফায় ৯৭৮০ টাকা কেউ তুলে নিয়েছে। প্রতারণার ফাঁদে পড়েছেন বুঝতে পেরে তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, আধার কার্ডে দেওয়া তথ্যের মাধ্যমেই এই টাকা তুলেছে প্রতারকরা। ক্রেডিট কার্ড দেওয়ার নামে প্রতারণা হয়নি। আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করেই এই প্রতারণা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করছে। ব্যাঙ্কও বিষয়টি দেখছে বলে জানিয়েছে।
আরও পড়ুন: হাওড়ার দাশনগরে সিবিআইয়ের তল্লাশি, তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি