শেষ আপডেট: 15th February 2023 12:14
কিশোরের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে জলপাইগুড়ির হোমে পৌঁছল সিবিআই
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আবাসিক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ( Unnatural Death In Juvenile Home) তদন্তে বুধবার সকালে কোরক হোমে পৌঁছল সিবিআইয়ের ( CBI ) বিশেষ দল। জুভেনাইল হোমের আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। ঘটনাস্থল খতিয়ে দেখেন।
গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ি জুভেনাইল কোরক হোমে অস্বাভাবিক মৃত্যু হয় আবাসিক ওই কিশোরের। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় আদালতের ভৎর্সনার মুখে পড়তে হয় তদন্তকারী অফিসারকে। এরই মধ্যে সিবিআই তদন্ত চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানায় ওই কিশোরের পরিবার। গত বুধবার সেই আবেদন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ। কিশোরের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওই কিশোরের দেহ ফের ময়নাতদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত।
বাইক নিয়ে বেরোনর পর বাড়ি ফেরেনি ছেলে, ঝুলন্ত মৃতদেহ মিলল বাড়ির কাছেই
এই নির্দেশ পাওয়ার পরেই গত শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় যান সিবিআইয়ের এক প্রতিনিধি। তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে যান তিনি। এরপরেই আজ বুধবার কোরক হোমে তদন্তে যান সিবিআইয়ের একটি বিশেষ দল। জানা গেছে, কোচবিহারের টাপুরহাট এলাকার বাসিন্দা ওই কিশোর মাদক মামলায় অভিযুক্ত ছিল।
জলপাইগুড়ি জুভেনাইল কোরক হোমে রাখা হয়েছিল তাকে। এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার সঙ্গে সঙ্গেই আগামী ১৩ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করারও নির্দেশ দিয়েছে আদালত।