শেষ আপডেট: 17th September 2021 10:28
দ্য ওয়াল ব্যুরো: ‘ভোট পরবর্তী হিংসা’র (Post poll violence) তদন্তে তৃতীয়বার দত্তপুকুরের কদম্বগাছি এলাকায় এল সিবিআইয়ের (CBI) তদন্তকারী দল। ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসায় খুন হয়েছেন দত্তপুকুর থানার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা গ্রামের হাসানুর জামান। তিনি পেশায় কৃষক। পাসওয়ার্ড-বিহীন ব্যবস্থা আনছে মাইক্রোসফট, জানুন নতুন তালিকায় থাকছে কী কী বিকল্প অভিযোগ, ভোট গণনার পরের দিন জমিতে কাজ করার সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসানুরের। শুক্রবার তাঁর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। যেখানে তাঁর মৃতদেহ পড়ে ছিল, সেখানেও গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। তাঁর পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের সাথে কথা বলেন। দলটি ছোট ছোট দলে ভাগ হয়ে আক্রান্তদের বাড়িতে যান। ভোট পরবর্তী হিংসার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তদের বাড়িতেও যান তদন্তকারীরা। বাড়ির তল্লাশিও নেওয়া হয়। কথা বলেন অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে। ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় আগেই একজন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তৈরি হয়েছিল ৪ বিশেষ তদন্তকারী দল। প্রত্যেক দলে রয়েছেন ২১ জন অফিসার। নেতৃত্বে থাকছেন একজন জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, ৪ জন এসপি। গত ১৯ আগস্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, ভোট পরবর্তী খুন ও ধর্ষণের বড় ঘটনাগুলির তদন্ত করবে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ৪৩টি খুন ও ২৮টি মহিলা নির্যাতনঘটিত অপরাধের মামলা রয়েছে। মোট চারটি দল গঠন করেছে সিবিআই। ১০৯ জন অফিসারের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে শতাধিক অফিসারই ভিন রাজ্যের। এ রাজ্যের বাসিন্দা হলে পক্ষপাতিত্ব বা স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে। তা আঁচ করে সম্ভবত ভিন রাজ্যের অফিসারদের বাছা হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'