শেষ আপডেট: 11th November 2022 09:10
দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগে বীরভূমের এক জনসভায় রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছিলেন, অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) হলেন বাঘ। সেই বাঘ এখন খাঁচায় রয়েছেন। যেদিন বেরিয়ে আসবে, সেদিন শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে।
ববির সেই মন্তব্যকে হাতিয়ার করে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করল সিবিআই (CBI Probe)। শুক্রবার অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে পেশ করা হয়। জামিন মামলার শুনানির সময়ে সিবিআইয়ের কালীচরণ মিশ্র বলেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তাঁকে জামিন দেওয়া ঠিক হবে না। তাঁর কথায়, অনুব্রত মণ্ডল কত বড় প্রভাবশালী তা রাজ্যের এক মন্ত্রীর কথাতেই পরিষ্কার। বীরভূমে সভা করে মন্ত্রী বলেছেন, অনুব্রত মণ্ডল হলেন বাঘ। তার মানে আদালত বুঝে দেখুক এই ব্যক্তির প্রভাব ও প্রতিপত্তি কতটা?
সিবিআইয়ের আইনজীবী এদিনের শুনানিতে আরও বলেন, ইতিমধ্যেই সাক্ষীদের হুমকি দেওয়া শুরু হয়েছে। অনুব্রতকে জামিন দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, অনুব্রত মণ্ডল নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। সেই সব সম্পত্তির হিসাব রোজই কিছু না কিছু করে বেরিয়ে আসছে। তদন্তের স্বার্থেই তাঁকে জেল হেফাজতে রাখা উচিত।
অনুব্রত মণ্ডলের আইনজীবী এদিন জামিনের আবেদন করে বলেন যে, সম্পত্তির হিসাব বা তদন্ত করবে তো ইডি, সিবিআই তা করছে কেন! তাঁর মক্কেলকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আটকে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে শুক্রবারই সিবিআই সূত্রে বলা হয়েছে যে তাঁরা অনুব্রত মণ্ডলের পঞ্চম লটারির সন্ধান পেয়েছেন। অনুব্রতর মেয়ে আরও একটি লটারিতে জিতেছিলেন। সেই লটারির পুরস্কার বাবদ ৫০ লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে। আদালতে অনুব্রতকে পেশ করার সময়ে এ ব্যাপারে এদিন তাঁকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তাঁর কাছে জানতে চাওয়া হয়, সবটাই ভাগ্য, নাকি অন্য কিছু? জবাবে একেবারেই নীরব থাকেন কেষ্ট মণ্ডল। এদিন আসানসোল আদালত অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
পরেশ অধিকারী মেয়েকে নিয়ে সিজিও কমপ্লেক্সে, বাপ-বেটিকে জেরা করছে ইডি