শেষ আপডেট: 30th August 2021 11:26
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা (Kolkata) থেকে কোচবিহার, বীরভূম (Birbhum) থেকে দক্ষিণ চব্বিশ পরগনা—ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে জেলা থেকে জেলায় ছুটছে সিবিআই (CBI) টিম (Team)। হাইকোর্টের (High Court) নির্দেশে তদন্তে নেমে কেন্দ্রীয় এজেন্সি রবিবার আরও সাতটি এফআইআর দায়ের করেছে। গর সোমবার থেকে মাঠে ময়দানে তদন্তে নামে সিবিআই টিম। দেখা গেল এক সপ্তাহের মধ্যে ভোট পরবর্তী হিংসায় ২৮টি এফআইআর (FIR) দায়ের করেছে তারা। গতকাল বীরভূমের নলহাটিতে গিয়েছিল সিবিআই টিম। তা ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরিষাতেও। সেখানে বিজেপি (BJP) কর্মী রাজু সামন্ত খুন হয়েছিলেন ৫ মে। এর মধ্যে নদিয়াতেও চাপড়া সহ একাধিক জায়গায় তদন্তে গিয়েছিল সিবিআই টিম।