শেষ আপডেট: 26th September 2023 11:23
দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশে রাজ্যের একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবং ইডি (ED)। ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থার তদন্ত পদ্ধতি নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে আদালত। তদন্তকারীদের আরও সক্রিয় হয়ে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবার এই বিষয়ে বিস্ফোরক দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নিজের দাবির সপক্ষে শুভেন্দুর যুক্তি, “অভিযুক্তদের গ্রেফতারি করার মতো যথেষ্ট নথি রয়েছে তদন্তকারীদের হাতে। এরকম একটা নথিও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে থাকতো, তাহলে তো কবেই আমাকে জেলে ভরে দিত। তাই এটা আমার কথা নয়, বাংলার মানুষের কথা, ডাকাডাকি তো অনেক হল, এবার সে সব শেষ করে সিবিআই, ইডি গ্রেফতারির কাজটা শুরু করুক।”
পাল্টা জবাবে ফিরহাদ হাকিম বলেন, “যদি সত্যি সত্যি তেমনটা হয়, তাহলে বুঝতে হবে বিজেপির কথাতেই সিবিআই, ইডি চলে!” একই সঙ্গে তাঁর প্রশ্ন, “আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। সেখানে বিজেপির নেতা কোন সাহসে সিবিআই, ইডিকে গ্রেফতারির নির্দেশ দিতে পারেন? এটা কী ওর বাবার সম্পত্তি নাকি! কি হবে, না হবে সেটা ঠিক করবে আইন!”
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট কেলেঙ্কারির হদিশ পেতে মঙ্গলবার সকাল থেকে হাওড়ার দাশনগর ও জাগাদা থানা এলাকার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এদিন বিস্ফেোরক দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। যার জেরে নতুন করে বাকযুদ্ধে যুযুধান দু'পক্ষ।
আরও পড়ুন: বিচ্যুতি থেকে বেরোতে তৃণমূলের এবার পার্টি ক্লাস দরকার: শোভনদেব