শেষ আপডেট: 21st September 2023 07:50
দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই (CBI)। ইতিমধ্যেই রাজ্যের বেশকয়েকটি পুরসভায় তল্লাশি অভিযানও চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার বরানগর পুরসভার (Baranagar Municipalty) ৩২ জন কর্মীকে নিজাম প্যালেসে ডেকে পাঠালেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
ধৃত অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতির হদিশ পান কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরই তাঁরা বিষয়টির প্রতি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। এই মামলায় আলাদা এফআইআর করে তদন্ত করতে চায়, এমনই আবেদন জানায় কেন্দ্রীয় এজেন্সি। তাদের দাবি মেনে নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে ইডিকে তদন্ত করতে বলেন তিনি।
এবার উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করল সিবিআই। সূত্রের খবর, ২৯ সেপ্টেম্বরের মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। ২০১৪ সালের পর থেকে বরানগর পুরসভায় যা নিয়োগ হয়েছে, সেই বিষয়েই জানতে চায় সিবিআই। কোন কোন পদে নিয়োগ হয়েছে, কীভাবে নিয়োগ হয়েছে, সবই পুরকর্মীদের থেকে জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এই তলব প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'শুধু শুধু হয়রানি করতে পুরকর্মীদের ডাকা হচ্ছে।'
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর স্পেন সফরের খরচ কত, জানতে চেয়ে তথ্যের অধিকার আইনে চিঠি শুভেন্দুর