শেষ আপডেট: 1st June 2023 02:13
হাসপাতাল থেকে ছাড়িয়ে ওঝার কাছে, প্রাণ গেল গোসাবার সাপে কাটা যুবকের
সুভাষচন্দ্র দাশ, দক্ষিণ ২৪ পরগনা: আবারও ওঝার কেরামতিতে প্রাণ গেল সাপে কাটা যুবকের। মৃতের নাম সিরাজুল গাজি (৪৫)। বাড়ি গোসাবা ব্লকের ৪ নম্বর আরামপুর গ্রামে।
পরিবারসূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ আগে সিরাজুল গাজি উত্তর ২৪ পরগনা জেলার সোদপুর ঘোলা এলাকার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সেখানে সিরাজুলকে একটি চন্দ্রবোড়া সাপে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসা ভালো হচ্ছে না ভেবে লিখিত আবেদন জানিয়ে নিজেদের ইচ্ছায় রোগীকে গোসাবার বাড়িতে নিয়ে আসে।
এরপরেই স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় সিরাজুলকে। তিনদিন ধরে ওঝা তার কেরামতি প্রয়োগ করে ঝাঁড়ফুঁক করে। কিন্তু রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষমেষ রোগীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ওঝা। বিপদ আসন্ন বুঝে বৃহষ্পতিবার সকালে গোসাবা থেকে সিরাজুলকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। সেখানে মিনিট দশেক চিকিৎসার পরেই মৃত্যু হয় ওই যুবকের।
ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় বলেন, “প্রথমত ওই যুবকের চিকিৎসার কোনও সুযোগই পাইনি আমরা। এটা আমাদের দুর্ভাগ্য। আর সাগর দত্ত হাসপাতালে ভর্তি করার পরেও পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে যেভাবে ওঝার কাছে নিয়ে গিয়েছেন তা ক্ষমার অযোগ্য। জোর করেই মেরে ফেলা হল ওই যুবককে। ওঝা গুণীনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তবেই সাপের ছোবলে রোগীর মৃত্যু কমবে।”
কলকাতায় বাইক থামিয়ে নাকা চেকিং করতেই পুলিশকে কামড়ে দিল যুবক! থানায় গিয়ে টিভি ভাঙল, চেয়ার ছুড়ল