শেষ আপডেট: 30th August 2021 12:20
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাংলা জুড়ে পেট্রোল পাম্পগুলোতে (petrol pump) মিলবে না পেট্রোল-ডিজেল (petrol-diesel)। ২৪ ঘন্টা বনধের ডাক দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। আগামীকাল সকাল ৬টা থেকে এই বনধের ডাক। তিন দফা দাবি নিয়ে মূলত এই বনধের ডাক দিয়েছে অ্যাসোসিয়েশন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ক্রেতার সংখ্যা কমে যাওয়া। পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিক্রি কমেছে। তাই সমস্যায় পড়ছেন পাম্প মালিকরা। আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, কলকাতার অধ্যাপককে আটক করল পুলিশ এছাড়াও, পেট্রোলে ১০ শতাংশ ইথানল মেশানো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবি জানানো হয়েছে। সঙ্গে রয়েছে কমিশন বৃদ্ধির দাবিও। মূলত এই তিন দাবি নিয়েই বনধ ডাকল অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের তরফে দাবি, আগামীকাল প্রায় ২৪০০ পেট্রোল পাম্প বন্ধ থাকবে। তবে উল্লেখযোগ্য বিষয় জরুরি পরিষেবার ক্ষেত্রে পেট্রোল-ডিজেল পাওয়া যাবে। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা জাতীয় সব জরুরি ক্ষেত্রে পেট্রোল-ডিজেল মিলবে। তবে সাধারণের জন্য পরিষেবা বন্ধ থাকবে। অন্যদিকে, এই মাসের শুরুতেই মৌড়িগ্রামে ট্যাঙ্কার ধর্মঘটের জেরে শহরের বহু পেট্রোল পাম্প জ্বালানি শূন্য হয়ে গিয়েছিল। বিপাকে পড়েছিলেন খরচ অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়েছে বলেই প্রতিবাদে সরব হয় সংগঠন। তবে পরে আলোচনার মাধ্যমে অবস্থার সমাধান মেলে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'