শেষ আপডেট: 4th September 2023 10:02
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের নবগ্রাম থানার (Nabagram Police Station) লকআপে যুবকের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। খুনের অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। থানায় পুলিশের বিরুদ্ধেই অভিযোগও দায়ের করা হয়। মামলা হয় হাইকোর্টেও (Calcutta High Court)। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত, থানার আইসি ও তদন্তকারী অফিসারকে সাসপেন্ড (Suspend) করার নির্দেশ দিলেন।
প্রসঙ্গত, মাস খানেক আগে আর্মি ক্যাম্পে চুরির অভিযোগে গোবিন্দ ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তারপর লকআপেই মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারের অভিযোগ, বিনা কারণে গোবিন্দকে আটকে রেখেছিল পুলিশ। থানার ভিতরই বেধড়ক মারধর করা হয়েছিল তাঁকে। সেই কারণেই মৃত্যু হয়। এই অভিযোগে অগ্নিগর্ভ চেহারা নেয় নবগ্রাম।
সেইসঙ্গে সিআইডি তদন্তের অগ্রগতি দেখতে চায় আদালত। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তারপরই এই মামলায় পরবর্তী নির্দেশ দেবেন বলে জানান বিচারপতি।
আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, জেলাশাসককে তদন্তের নির্দেশ