শেষ আপডেট: 2nd September 2023 10:14
দ্য ওয়াল ব্যুরো: গণনাকেন্দ্র থেকে ব্যালট পেপার (Ballot Paper) চুরির অভিযোগ উঠেছিল হুগলির সিঙ্গুরে। সেই বুথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।
গত ১১ জুলাই ছিল পঞ্চায়েত নির্বাচনের গণনা। সেই গণনার দিন হুগলি জেলায় সিঙ্গুরের নেতাজি জয়ন্তী পাঠাগারের গণনাকেন্দ্রে ব্যালট পেপার লুঠের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। এই মামলায় বিচারপতি সিনহা পোলিং অফিসারদের কাছে রিপোর্ট চেয়েছিলেন। সেইসঙ্গে গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ রেজিস্ট্রারের কাছে জমা দিতে বলা হয়েছিল।
শনিবার এই মামলার শুনানিতে ওই গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখেন বিচারপতি। সেখানে দেখা যায় পায়রার খোপ দিয়ে হাত ঢুকিয়ে ব্যালট পেপার চুরি করা হয়েছে। পাশাপাশি, পোলিং অফিসারের রিপোর্টও খতিয়ে দেখেন বিচারপতি।
সেই রিপোর্টে উল্লেখ করা হয়, গণনাকেন্দ্র থেকে ৪২টি ব্যালট পেপার মিসিং ছিল। যার কারণে দ্বিতীয় দফায় গণনা চলাকালীন দু'জন প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ধরা পড়েছিল।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনকে তিন সপ্তাহের মধ্যে বিষয়টি তদন্ত করে দেখতে বলেন। তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নিয়ে একটি রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগেই হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বালি-জগাছা গণনা সংক্রান্ত মামলা খারিজ আদালতে! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নির্দেশ