শেষ আপডেট: 5th September 2023 12:36
দ্য ওয়াল ব্যুরো: জয়নগরে বেআইনি নির্মাণ (Illegal construction) রুখতে সরব হয়েছিলেন তিনি। প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। তাঁর আরও অভিযোগ, মারধরও করা হয় তাঁকে। এবার সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের (Jaynagar) একটি চাষের জমিতে বেআইনি নির্মাণ চলছিল। সেই কাজে বাধা দেন আইনজীবী শুকদেব সরকার। তাঁর আরও অভিযোগ, আদালতকে প্রমাণ দেখানোর যখন তিনি মোবাইলে ছবি তোলার চেষ্টা করেন। সেই সময় তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। জয়নগর থানায় অভিযোগ জানাতে গেলে, তাঁকে ঘণ্টা দুই বসিয়ে রাখা হয়।
এই ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করেন শুকদেব সরকার। সেই মামলা চলছে বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে। এদিন বিচারপতি পর্যবেক্ষণে বলেন, শুধু এই একটি ঘটনা নয়, কয়েকদিন আগে এই আদালত থেকে এই আইনজীবীকে নিরাপত্তা দিতে নির্দেশ দিতে হয়েছে। তার বাড়িঘর সব ভাঙচুর করা হয়েছে।
বিচারপতি আরও বলেন, একদল লোক লোহার রড দিয়ে মারধর করল বলে অভিযোগ, অথচ সেখানে কেন জামিন যোগ্য ধারা দেওয়া হল? কেন একজন ব্যাক্তিকে দু'ঘণ্টা থানায় বসে থাকতে হবে? কেন এফআইআর কপি দেওয়া হয়নি?
যদিও রাজ্যের আইনজীবীর বক্তব্য, মামলাকারীকে বসিয়ে রাখা হয়নি। অন্য একটা স্পর্শকাতর মামলা নিয়ে ব্যস্ত থাকায় একটু দেরি হতে পারে। তিনি অভিযোগ দিয়েই চলে যাওয়ায় তাঁকে এফআইআর কপি দেওয়া যায়নি।
ডিআইজি পদমর্যাদার অফিসার তদন্তের কাজে যুক্ত থাকবেন। এছাড়াও আইনজীবীর বাড়িতে সবসময়ের জন্য দু'জন সশস্ত্র পুলিশ পাহারা দেবেন। আগামী ২৭ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট দেবে সিআইডি।
আরও পড়ুন: কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের