শেষ আপডেট: 13th September 2023 14:23
দ্য ওয়াল ব্যুরো: 'পাড়ায় সমাধান' (Paray Samadhan) কর্মসূচিতে শিক্ষক বদলির ঘটনা ঘটেছে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, 'স্কুল সার্ভিস কমিশনকে এড়িয়ে কীভাবে পাড়ায় সমাধান কর্মসূচিতে ৮৭ জন শিক্ষকের বদলি করা হল?' শিক্ষা দফতরের কাছে হলফনামা চাইল হাইকোর্ট (Calcutta High Court)।
প্রায় তিন বছর আগের ঘটনা। ২০২০ সালের শিক্ষা দফতরের একটি নির্দেশিকার ভিত্তিতে যুদ্ধকালীন তৎপরতায় ওই ৮৭ জনকে বদলির বিজ্ঞপ্তি জারি হয়। সঙ্গে সঙ্গে সেই বদলি কার্যকরও হয়। তাঁদের মধ্যে অনেককে বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরের স্কুলেও বদলি করা হয়েছে।
বিচারপতি বসুর আরও মন্তব্য করেন, 'হাইকোর্টে শত শত বদলি সংক্রান্ত মামলার বিচারেরও আর কোনও দরকার নেই। পাড়ায় টেবিল পেতেই হোক তা হলে সব। পাড়ায় সমাধানে কি ডিভোর্স মামলার ডিক্রি সেটেলমেন্ট করার অধিকার দিয়ে দেওয়া হয়েছে?'
বিচারপতি বসু বলেন, শিক্ষক বদলি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়মকানুন আছে। সেসব বাদ দিয়ে ২০২০ সালে শিক্ষা দফতর কেন ওই নির্দেশিকা দিল, কার নির্দেশে তা জারি করা হয়েছে, তা জানতে হবে।
শুনানি শেষে তিনি নির্দেশ দেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওই বিষয়ে হলফনামা দিতে হবে শিক্ষা দফতরের কমিশনারকে।