শেষ আপডেট: 15th September 2023 03:26
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরের পর এবার হুলস্থুল বর্ধমান বিশ্ববিদ্যালযয়ে (Burdwan University)। পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের জমা দেওয়া বিপুল টাকা নাকি রাতারাতি উধাও হয়ে গেছে। আর সেই টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। এখনও পর্যন্ত নাকি মোট তিন কোটি ২৪ লক্ষ টাকার হিসেব মিলছে না বলে খবর বিশ্ববিদ্যালয় সূত্রে। আর তা নিয়েই এখন তোলপাড় পড়ে গেছে।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন উপাচার্য, রেজিস্ট্রার এবং ফিন্যান্স অফিসারের দিকে। সূত্রের খবর, কয়েক মাস আগেই নতুন উপাচার্য যোগ দিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তারপর রেজিস্ট্রারের তরফে কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকে এই বিপুল টাকার বিল পাশ করিয়ে নেওয়া হয় (3 crore bill passed)।
জানা গেছে, ছাত্র ছাত্রীদের মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দেখাশোনার জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফে। যদিও মোটা টাকার চুক্তির পরেও ওই সংস্থার বিরুদ্ধে ঠিকমতো কাজ না করার অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাই তাদের টাকা আটকে রাখা হয়েছিল, বিল মেটানো হচ্ছিল না।
এই ঘটনা সামনে আসার পরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অধ্যাপকদের একাংশ আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন। যদিও ঘটনার বিষয়ে প্রাক্তন উপাচার্য বিশ্বজিৎ ঘোষের দাবি, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশের জন্য ওই সংস্থার সঙ্গে যা চুক্তি হয়েছিল সেই টাকা মেটানো তাঁর কর্তব্য। টাকা না মেটালে পড়ুয়াদেরই সমস্যা হত বলে জানিয়েছেন তিনি। তবে ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বর্তমান উপাচার্য গৌতম চন্দ্র।
গোবিন্দার নাম জড়াল চিটফান্ড কেলেঙ্কারিতে! ১০০০ কোটির প্রতারণায় জিজ্ঞাসাবাদ করা হবে