শেষ আপডেট: 20th June 2023 15:30
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ১৮৩৬ সাল। সিয়ারশোলের জমিদার গোবিন্দপ্রসাদ পণ্ডিত রানিগঞ্জে রথযাত্রা শুরু করেন। সেই সময় থেকেই চিরাচরিত প্রথা মেনে চলে আসছে সিয়ারশোলের যাত্রা। মঙ্গলবার রাজবাড়ির কূলদেবতা দামোদর চন্দ্র রথে করে গোটা রানিগঞ্জে ঘোরেন।
প্রায় দুশো বছরের এই রথযাত্রাকে নিয়ে ভক্তদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পিতল দিয়ে মোড়া কাঠের তৈরি ৩৫ ফুট রথ দেখতে রাস্তার নেমেছিল মানুষের ঢল।
রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, জমিদার বাড়ির রথযাত্রা এখন আয়োজন করে সিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। সেখানে দেখভালে আছে রাজবংশের উত্তরাধিকারিরা। ইতিহাস ঘাঁটলে জানা যায়, পুরনো কাঠের রথটি এখানে পুড়ে গেছিল। ১৯২২ সালে পুড়ে যাওয়া কাঠামোয় পিতলের আচ্ছাদনে দিয়ে নতুনভাবে তৈরি হয় এই রথ। নবম দিনে হয় উল্টোরথ।
এবার কলকাতায় ডিজনিল্যান্ড! দুর্গাপুজোয় বড় চমক দেবে সুজিত বসুর শ্রীভূমি