শেষ আপডেট: 27th August 2023 19:07
দ্য ওয়াল ব্যুরো: নৃশংস ঘটনা বর্ধমানে। ব্রীজের উপর থেকে চলন্ত মালগাড়িতে এক কিশোরকে ছুড়ে (threw child from overbridge) ফেলে হত্যা করা হল রবিবার। ঘটনাটি ঘটেছে বর্ধমানের খানা জংশনের কাছে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। খবর পেয়ে রবিবার হাওড়ায় আসেন ওই কিশোরের মামা রফিকুল শেখ। এই ঘটনায় বোন এবং তাঁর সঙ্গে মেলামেশা করা এক ব্যক্তিকেই কাঠগড়ায় তুলেছেন ওই ব্যক্তি।
তিনি জানান, তার বোন আসমানি শেখের সঙ্গে তাঁর স্বামীর বনিবনা ছিলো না। ওই কিশোর তাঁর বোন ও ভগ্নীপতির একমাত্র সন্তান। রফিকুলের কথায়, কয়েকমাস ধরে হৃদয়তুল্লা শেখ নামে এক ব্যক্তির সাথে তাঁর বোনের একটি সম্পর্ক তৈরি হয়। শনিবার রাতে তারা শিশুটিকে নিয়ে বেরিয়েছিলেন। রফিকুল্লা জানান রাত সাড়ে এগারোটা নাগাদ তাঁর বোন ফোন করে জানান হৃদয়তুল্লা তাদের মারধর করে টাকা ও গহনা কেড়ে নিয়েছে। তাঁর সন্তানকে ব্রিজ থেকে মালগাড়ির ওপর ফেলে দিয়েছে। এমনকী তাঁকেও ফেলে দেবার চেষ্টা করে সেই ব্যক্তি।
জানা গেছে, পালাতে গিয়ে জখম হন আশমানি শেখ। পরে আর পি এফ উদ্ধার করে ওই মহিলাকে। আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে কী কারণে অশান্তি শুরু হয় হৃদয়তুল্লা এবং আসমানি শেখের মধ্যে তা জানা যায়নি। ঘটনার পর ফেরার অভিযুক্ত। আপাতত হৃদয়তুল্লা নামের ওই ব্যক্তির খোঁজ করছে পুলিশ।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন পুরোপুরি বন্ধ করা যায়নি, কলকাতায় বললেন আওয়ামী লিগ নেতা