শেষ আপডেট: 8th July 2023 11:07
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বুথ একটা, ফুলও একটাই। ঘাসের উপর জোড়া ফুল। সেই প্রতীকেই লড়ছেন একই দলের দুজন প্রার্থী! দুজনেই অফিসিয়াল। নির্বাচন কমিশনের নথিতে ’ডবল সিটেড কনস্টিটিউয়েন্সি’ (Double Seated Constituency) নামেই এই বুথের পরিচিতি। অবাক করা এমন বুথেই ভোট দিচ্ছেন পূর্ব বর্ধমানের (Burdwan) জামালপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার সাতটি পাড়ার তেরোশোর বেশি ভোটার। এই ১৩৯ নম্বর বুথে ঘাসফুল প্রতীক নিয়ে লড়ছেন রিমা দে ও মিঠু রক্ষিত। জয়ের ব্যাপারেও দুই প্রার্থীই সমান আশাবাদী।
পঞ্চায়েত ভোটে (wb panchayat election 2023) পূর্ব বর্ধমান জেলার ৩৯৩৩ টি বুথে চলছে ভোটগ্রহণ। তারমধ্যে কোনও বুথে আলাদা দলের প্রার্থী হয়ে লড়ছেন বৌমা ও শাশুড়ি। আবার কোনও বুথে লড়াইয়ে সামিল হয়েছেন মামা ও ভাগ্নে। সেই রকমই এক নজরকাড়া বুথ হল জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথ। ডি-লিমিটেশন প্রক্রিয়ার দৌলতে গোটা জেলায় ’ডবল সিটেড কনস্টিটিউয়েন্সি’ বুথের সংখ্যা দাঁড়িয়েছে ২০৩ টি। তার মধ্যে অন্যতম একটি হল জামালপুরের ১৩৯ নম্বর বুথ। এই বুথে বিরোধী দলের যেমন দু’জন করে প্রার্থী রয়েছেন তেমনি শাসক দল তৃণমূল কংগ্রেসেরও দু’জন প্রার্থী রয়েছেন। একজন হলেন রিমা দে। অপর জন মিঠু রক্ষিত। দু’জনেরই প্রতীক ঘাসের উপর জোড়া ফুল।
এই কারণেই জামালপুরের ১৩৯ নম্বর বুথ এবার এক ফুল-দো মালকিন বুথ নামে পরিচিতি পেয়ে গিয়েছে। তৃণমূল শিবিরে রসিকতাও চলছে, “আমাদের একটাই ফুল, মালকিন দু’জন।” জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী তৃণমূলের দুই মহিলা প্রার্থী রিমা দে ও মিঠু রক্ষিত। রিমা ও মিঠু দু’জনেরই বক্তব্য, তাঁদের বুথ ব্যতিক্রমী বুথ। ডি-লিমিটেশনের যাঁতাকলে পড়ে যাওয়ায় তাঁদের দু’জনকে একই বুথের প্রার্থী হয়েই বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হয়েছে। তাঁরা বলেন, “ভোটাররা একই ব্যালটের দু’পাশে থাকা আমাদের নাম ও ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন।”
তৃণমূলের প্রার্থী ও নেতাদের এমন দাবিকে নস্যাৎ করেদিয়ে ওই বুথের সিপিএম প্রাথী দেবিকা দেবনাথ ও পরিতোষ সিং বলেন, “তৃণমূলের প্রার্থীরা দিবা স্বপ্ন দেখছেন।” বিরোধী দলের প্রার্থীরাও লড়ছেন একইভাবে।
জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, “জনসংখ্যার নিরিখে বুথ নির্দিষ্ট করার সময় এমন বুথ তৈরি হয়। ডি-লিমিটেশনের ফলে সব বিধানসভা এলাকাতেই এমন বুথ রয়েছে। তবে তার সংখ্যা হাতেগোনা। জামালপুর বিধানসভা এলাকায় “ডবল সিটেড কনস্টিটিউয়েন্সি’ বুথ রয়েছে ১৬ টি। এমন বুথে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত আসনে একটি ব্যালটের দু’পাশে একই দলের দু’জন করে প্রার্থীর নাম ও প্রতীক থাকে। ভোটাররা তাদের পছন্দ মতো একই দলের দুই প্রার্থীকে ভোট দিতে পারেন। আবার আলাদা আলাদা দলের থেকেও এক এক জন করে প্রার্থীকে ভোট দিতে পারেন।” তবে পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ আসনের জন্য নির্দিষ্ট ব্যালটে এমনটা হয় না। তাতে যে কোনও দলের একজন করে প্রার্থীর নাম ও প্রতীক থাকে।
নদিয়ায় কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে বোমাবাজি! পাল্টা গুলি চালালেন জওয়ানরাও