শেষ আপডেট: 8th January 2023 15:57
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ বাস দুর্ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়ায় (Burdwan Bus Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রিবোঝাই বাস উল্টে গেল মাঝরাস্তায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, যখন দুর্ঘটনাটি ঘটে বাসের ছাদে ছিলেন তখন বেশ কয়েকজন যাত্রী। হুড়মুড়িয়ে রাস্তায় পড়ে যান সকলে। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আহত ৪০-এরও বেশি।
দেখুন ভয়াবহ সিসিটিভি ফুটেজ!
জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে কাটোয়া-বীরভূম রাজ্য সড়কে ন'নগরের কাছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, দ্রুত গতিতে আসছিল বাসটি। যাত্রী ঠাসা বাসটি আচমকাই এদিক ওদিক করতে করতে রাস্তার ধারে গিয়ে উল্টে যায়। এলাকার লোকেরাই দৌড়ে এসে উদ্ধারকাজে হাত লাগান।
জানা গেছে, রবিবার এমনিতেই বাস কম ছিল রাস্তায়। তাই এই বাসে মাত্রাতিরিক্ত ভিড় ছিল বলে যাত্রীদের অভিযোগ। অনেকেই বাসের মধ্যে জায়গা না পাওয়ায় ছাদের ওপর চড়ে বসেন। বাসটি উল্টে যেতেই ছাদ থেকে পড়ে যান যাত্রীরা। কেউ কেউ বাসের নীচে চাপাও পড়ে যান। তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয় সঙ্গে সঙ্গে।
ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে উদ্ধারকাজ শুরু করে তারা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ৩-৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসার জন্য অন্যত্র তাঁদের স্থানান্তরিত করা হতে পারে।
পুলিশের প্রাথমিক অনুমান, বাসের সামনের ডানদিকের 'স্প্রিংপাতি' যন্ত্রটি ভেঙে দুর্ঘটিনা ঘটেছে। বাসটি এমনভাবে উল্টে যায়, যে ভিতরে আটকে থাকা যাত্রীদের প্রথমে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। বাসের জালনার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই বাসের চালক ও কর্মীরা পালিয়েছে। তাদের সন্ধানও শুরু করেছে পুলিশ।
ময়দার দাম আকাশ ছুঁয়েছে! সরকারি দোকান থেকে ভর্তুকিতে কিনতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ক্রেতার