শেষ আপডেট: 30th June 2023 09:32
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবার দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বেসরকারি বাস। একটি পিক-আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বাকলসাগামী বাসটি। দুর্ঘটনায় একজন মহিলা ও একটি শিশু গুরুতর জখম হয়েছেন। বাকি যাত্রীরা অল্পবিস্তর আহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে যাওয়া হয়।
শুক্রবার দুর্ঘটনাটি ঘটে বর্ধমান-নবদ্বীপ রোডের দেওয়ানদিঘি থানার শোনপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা বরুণ সোম জানান, একটি পিক-আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। বাসটি ওভারটেক করার সময় সামনে এসে যায় একটি অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনা এড়াতে বাসটি বাঁদিকে সরতে গিয়ে সামনে থাকা পিকআপ ভ্যানের উপর চেপে যায়। পিক-আপ ভ্যানটি পাল্টি খেয়ে পড়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে। ভেঙে যায় বিদ্যুৎ খুঁটিটি। তবে এর জন্যই বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
দেওয়ানদিঘি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে বাস ও পিক-আপ ভ্যানটিকে আটক করে। গত সোমবারই চালকের বুদ্ধিমত্তায় প্রাণে বেঁচে যান ৫০ জন বাসযাত্রী। বর্ধমান বোলপুর জাতীয় সড়কের কয়রাপুরে এই দুর্ঘটনায় আহত হন কয়েকজন যাত্রী। ভেদিয়া-বর্ধমান রুটের বেসরকারি যাত্রী বোঝাই বাসটি বর্ধমানের দিকে যাচ্ছিল। জাতীয় সড়কের আউশগ্রামের কয়রাপুরের বাঁকের কাছে গুসকরা অভিমুখী একটি লরি বেপরোয়া ভাবে বাসটিকে উল্টোদিক থেকে ধাক্কা মারে। এইসময় চালক বুদ্ধিমত্তার সঙ্গে বাসটিকে পুকুরপাড়ের দিকে নামিয়ে দেয়। অল্পের উপর রক্ষা পাওয়া যাত্রীরা বাসচালককে ধন্যবাদ জানান।
কালীঘাটের কাকুর ছায়াসঙ্গী হয়ে থাকবেন ইডি অফিসার, শর্ত সাপেক্ষে মু্ক্তি প্যারোলে