শেষ আপডেট: 8th March 2023 07:28
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমানের (Burdwan) সাগরদিঘি পাড়ের কালিদাসী (Kalidashi) নিজেই গান লেখেন (Song Writer), সুর দেন, তারপর গেয়ে বেড়ান। সে গানে থাকে মানুষকে সচেতন করার বার্তা। বাল্যবিবাহে কুফল থেকে পরিচ্ছন্নতার সুফল সবই উঠে আসে তাঁর গানে। লেখাপড়ার শেখার সুযোগ হয়নি। তাই কষ্টটা বোঝেন। গানের মাধ্যমেই দেন পড়াশোনা শেখার বার্তাও। ভাঙা ঘরে দারিদ্র্যের সঙ্গে চলে তাঁর অবিরত লড়াই। তারইমধ্যে জীবনধারণের খুঁটিনাটি কাজ সামলে গান লেখা আর শোনানোর পালা। এভাবে নিজের মতো করেই সমাজ সচেতনতার কাজ করে যাচ্ছেন বরশুলের সাগরদিঘি পাড়ের কালিদাসী কোড়া।