শেষ আপডেট: 12th July 2023 13:21
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার ভোটের দিনই রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগে সরব হয়েছিলেন বিএসএফের আইজি পদ মর্যাদার অফিসার সতীশচন্দ্র বুদোকোটি (BSF comment on state election commission)। বিএসএফ কর্তার অভিযোগ ছিল, ভোট গ্রহণ শুরু হয়ে যাওয়ার পরেও স্পর্শকাতর বুথের তালিকা কেন্দ্রীয় বাহিনী পায়নি। আর সেই কারণেই স্পর্শকাতর বুথে বাহিনী মোতায়েন করা গেল না।
সেদিনের সেই বয়ানই এবার রিপোর্ট আকারে আদালতে পেশ করলেন বিএসএফের আইজি পদ মর্যাদার অফিসার সতীশচন্দ্র বুদোকোটি।
সেখানে স্পষ্টভাবে তিনি লিখেছেন, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন কোন সহযোগিতা করেনি। একাধিকবার মেল করা হয়েছিল। কোথায় কোথায় বুথ, এবং স্পর্শ কাতর এলাকা। কিন্তু কমিশনের তরফে কোন সদুত্তর পাওয়া যায়নি। কোন এলাকা মূল্যায়নের তথ্য দেয়নি কমিশন।
আদালত সূত্রের খবর, এরপরই কমিশন এবং রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। বস্তুত, ভোট এবং ভোট পরবর্তী হিংসায় রাজ্যে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। মঙ্গলবার রাত থেকেই উত্তপ্ত ভাঙড়। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভোট পরবর্তী হিংসায় মালদহে নতুন করে মৃত্যু হয়েছে দু’জনের। একজন কংগ্রেসের। একজন তৃণমূলের।এমন আবহে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে এদিনই রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কমিশনের ভূমিকার তীব্র নিন্দা করে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, বলতে খারাপ লাগছে আদালতে কমিশন, ‘রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল বাহিনীর থাকা, খাওয়া, যাতায়াতের সমস্ত ব্যবস্থাপনা থাকবে। কিন্ত কেন্দ্রীয় বাহিনী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল। ট্রেন থেকে নামার পর তাদের জন্য কোন গাড়ির ব্যবস্থা ছিল না। এটা দুর্ভাগ্যজনক।’ এরপরই আদালতের নির্দেশে রাজ্যের আইনশৃঙ্খলা অক্ষুন্ন রাখতে আইজি বিএসএফকে নিয়ে বৈঠকে বসেন ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব।
পঞ্চায়েত: ‘ভোট-হিংসায় ১৯ জন মারা গেছে,’ মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর