শেষ আপডেট: 13th August 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: হাসিনা সরকারের পতন পরেও অস্বস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। সেখানে থেকে ভারতে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। তাই সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফের। এবার বাংলাদেশের অনুপ্রবেশ রুখতে গিয়ে অনুপ্রবেশকারীদের সঙ্গে গুলির বিনিময় হল বিএসএফের। এই ঘটনায় আহত হয়েছেন এক বিএসএস জওয়ান। বিএসএফের পাল্টাগুলিতে মৃত্যু হয়েছে এক অনুপ্রবেশকারীর।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, মুর্শিদাবাদের সুতি চাঁদনিচক বিএসএফ ক্যাম্প বর্ডার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। বিএসএফ সূত্রে খবর ওই যুবক বাংলাদেশের আবদুল্লাহ। বাড়ি চাপাই নবাবগঞ্জের ঋষিপাড়া এলাকায়। ভারতীয় সীমান্ত থেকে ঋষিপাড়া গ্রামের দূরত্ব সাড়ে চার কিলোমিটার। রবিবার রাতে ওই যুবক ও আরও কয়েকজন বাংলাদেশী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। বিএসএফ বাধা দিলে তারা জওয়ানদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিএসএফও। এতেই ওই যুবকের মৃত্যু হয়। অনুপ্রবেশকারীদের হামলা আহত হন এক বিএসএফ জওয়ান। যুবকের দেহ উদ্ধার করে সুতির মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
এক বিএসএফ অফিসার জানিয়েছেন, জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিল। সেই সময়ে পাঁচ-ছজনকে বাংলাদেশ থেকে সীমান্ত পরতে দেখা যায়। জওয়ান তাদের দিকে এগিয়ে গিয়ে ঢুকতে বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে ধারাল অস্ত্র নিয়ে এক জওয়ানের উপর হামলা চালায়। তাই বিএসএফও গুলি চালাতে বাধ্য হয়