শেষ আপডেট: 11th August 2022 04:19
দ্য ওয়াল ব্যুরো: রাতে বাড়ির সদর দরজা দিয়ে রক্ত গড়িয়ে আসছিল বাইরে। তার আগে বাড়ির ভেতর থেকে আর্তনাদের শব্দও এসেছিল। তা থেকেই সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে দেখে ওই বাড়ির চারজন সদস্য রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। শরীরে প্রাণ নেই। কেউ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে তাঁদেরকে।
নৃশংস এই হত্য়াকাণ্ড ঘটেছে হাওড়া (Howrah) থানার এমসি ঘোষ লেনে। এলাকার লোকজন বলছেন, বুধবার রাতে বাড়ির ভেতর থেকে চেঁচামেচির শব্দ আসছিল। তারপর সব চুপচাপ হয়ে যায়। পরে দেখা যায় বাড়ির সদর দরজা দিয়ে বাইরে রক্ত গড়িয়ে আসছে। ব্যাপার দেখেই পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে দেখে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে।
পুলিশ জানিয়েছেন, ওই পরিবারেরই এক মহিলা এই কাণ্ড ঘটিয়েছে (Howrah)। অভিযোগ, ওই মহিলা তার মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, মেয়ে এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। তারপর পালিয়ে যায়। কী কারণে এমন নৃশংস-কাণ্ড ঘটালেন তিনি, তা স্পষ্ট নয়।পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই খুন। ওই মহিলার স্বামীও পলাতক। অপরাধীদের খুঁজছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।