শেষ আপডেট: 14th September 2023 13:42
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ মাকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন ছেলে। ফাঁকা বাড়ির সুযোগে বউমাকে জোর করে ধর্ষণের অভিযোগ ওঠে শ্বশুরের বিরুদ্ধে (bride raped by father in law)। অভিযোগ, ধর্ষণের পর মারধরও করা হয় তাঁকে। শাসানো হয়, কাউকে যেন একথা না বলে বউমা।
ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। উত্তরপ্রদেশের মুজঃফরনগরের ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসতে স্থানীয় জনমানসে শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ম অগস্ট মাকে চিকিৎসকের কাছে নিয়ে যান ছেলে। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ করেন শ্বশুর। বাধা দেওয়ায় মারধরও করা হয় বধূকে। স্বামী বাড়ি ফিরলে তাঁকে সব কথা জানায় বধূ।
অভিযোগ, নিজের বাবার বিরুদ্ধে কোনও কথা না বলে বধূকেই দায়ী করেন স্বামী। এরপরই নিজের স্ত্রীকে মা পাতিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয় সে। যদিও পুলিশের কাছে বধূর শ্বশুরের দাবি, অর্থের লোভে তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে বউমা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াতে পারবেন না এবার, লাটাই তুলে রাখতে হবে