শেষ আপডেট: 17th March 2023 05:50
দ্য ওয়াল ব্যুরো: ইডি-র জেরার মুখে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) দাবি করেছিলেন, দুর্নীতির কথা না জেনেই যে টাকা (40 lakh) তিনি কুন্তল ঘোষের থেকে নিয়েছিলেন, তা তিনি ফিরিয়ে দেবেন। এবার সেই ৪০ লক্ষ টাকা ইডি-র হাতেই তুলে দিলেন টলি অভিনেতা। জানা গেছে, গতকাল, বৃহস্পতিবারই তিনি ওই টাকা ইডি-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়েছেন সরাসরি।
পাশাপাশি, আজ শুক্রবার কুন্তল-ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীও ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন। সেই অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি।
নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই জটিল ও বিস্তৃত হচ্ছে তার জাল। সম্প্রতি এই তদন্তে ইডি-র হাতে ধরা পড়েন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর গ্রেফতারির পরেই টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও তাঁর প্রেমিকা, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের নাম উঠে আসে। কুন্তলই ইডি আধিকারিকদের কাছে দাবি করেন, দুর্নীতি টাকা থেকেই তিনি বনিকে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন গাড়ি কিনতে। অন্যদিকে কুন্তল-ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন অভিনেত্রী কৌশানী।
এর পরেই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় বনিকে। দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, জানা যায়, কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় ল্যান্ডরোভার গাড়ি কিনেছিলেন বনি। ২০১৭ সালে সেই টাকা পাঠানো হয়েছিল গাড়ির শো-রুমেই, গাড়ি এসেছিল বনির বাড়িতে। বনি এ-ও জানিয়েছিলেন, এত টাকার গাড়ির বিনিময়ে তিনি ওই যুবনেতা কুন্তলের বহু অনুষ্ঠান বিনাপয়সায় করে দিয়েছিলেন।
এর পরেই বনি সাংবাদিকদের সামনে জানান, ওই চল্লিশ লক্ষ টাকা তিনি ইডিকে ফেরত দেওয়ার ব্যাপারে ভেবে দেখবেন। বৃহস্পতিবারই তা ফিরিয়ে দিলেন অভিনেতা।