শেষ আপডেট: 14th August 2023 12:47
দ্য ওয়াল ব্যুরো: আইনশৃঙ্খলাজনিত কোনও কাজে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ব্যবহার করা যাবে না। সম্প্রতি একটি জনস্বার্থ মামলার রায়ে এই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের সেই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে স্কুল চত্বরেই বিক্ষোভ দেখালেন শিক্ষিকারা। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার মুনিগ্ৰাম শিশুশিক্ষা কেন্দ্রের ঘটনা (SSK)।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে স্কুল খুলতে এসে জলের ট্যাঙ্কের পাশে বোমা (Bomb) পড়ে থাকতে দেখেন শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা (SSK)। মুখে মুখে সে খবর চাউড় হতেই শিশুশিক্ষা কেন্দ্রে তো বটেই গ্রামজুড়ে শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশেও। অভিযোগ, খবর দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে আসেনি। উল্টে ঘটনার তিন ঘণ্টা পর সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteers) পাঠিয়েছিল।
স্থানীয় বাসিন্দা হাসিরুল বলেন, “সাত সকালে চিৎকার শুনে শিশুশিক্ষা কেন্দ্রে আসি। দেখি খাবার জলের ট্যাঙ্কের পাশে তিনটি তাজা বোমা পড়ে রয়েছে।” ঘটনার জেরে গ্রামজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কের জেরে এদিন স্কুলও হয়নি।
তবে বোমা উদ্ধারের খবর দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে না আসায পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী থেকে শিক্ষিকারা। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের পরিবর্তে তিন ঘণ্টা পর ঘটনাস্থলে আসে সিভিক ভলান্টিয়ার। যদিও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তাঁরা ফিরে যেতে বাধ্য হন। পরে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে এই বিষয়ে কান্দি থানার পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আজ কান্দি মহকুমার কান্দি ব্লক সহ আরো দুটি ব্লকে চলছে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পর্ব। তার মাঝেই বোমা উদ্ধারের ঘটনা। স্বভাবতই, রাজনৈতিক যোগের সম্ভবনাও উড়িয়ে দিচ্ছেন না গ্রামবাসীরা। কীভাবে স্কুল চত্বরে বোমা এল, ঘটনার নেপথ্যে কারা রয়েছে, অবিলম্বে তা খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন শ্যামলীদেবী।
আরও পড়ুন: যাদবপুর ক্যাম্পাসে বামেদের ঠাঁই না দেওয়ার ডাক তৃণমূলের, পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে মিছিল