শেষ আপডেট: 26th May 2018 06:04
দ্য ওয়াল ব্যুরো: বোমাতঙ্ক ছড়াল রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ স্টোর রুমের কাছে একটি টিফিন কৌটো পড়ে থাকতে দেখেন মেট্রো স্টেশনে কর্মরত নিরাপত্তা কর্মীরা। খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড। আনা হয় পুলিশ কুকুর। বেলা সাড়ে এগারোটার সময় পুলিশ ওই কৌটো উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার জেরে মেট্রো চলাচলে কোনও প্রভাব পড়েনি।