শেষ আপডেট: 11th June 2023 06:12
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা। ইতিমধ্যে মুর্শিদাবাদে খুন হয়ে গিয়েছেন এক কংগ্রেস কর্মী। অন্যদিকে দিনহাটায় শনিবার মারা গিয়েছেন এক তৃণমূল কর্মীও। আর এবার ভোটের দিন ঘোষণার তিনদিন পর রবিবার সাতসকালে ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের হরিহরপাড়া ও সুতি এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লালনগর ঘোষপাড়া এলাকায় হানা দেয়। সেখানেই তল্লাশি চালিয়ে একটি ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়। এরপরই গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। মোতায়েন রয়েছে পুলিশও। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সকেট বোমা উদ্ধার ঘিরে আতঙ্কে ছড়ায় স্থানীয়দের মধ্যে।
অন্যদিকে রবিবার সকালেই সুতি এলাকার লক্ষ্মীপুর দক্ষিণপাড়া আমবাগানে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডেও। তাঁরা এসে বোমা নিষ্ক্রিয় করে। সাতসকালে মুর্শিদাবাদের দু'জায়গায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পঞ্চায়েত ভোটের আগে গ্রামেগঞ্জে অশান্তির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা বোমা মজুত করছে বলে অভিযোগ।
ঘটনা প্রসঙ্গে হরিহরপাড়ার তৃণমূলের ব্লক সভাপতি আহাতাব উদ্দিন শেখ বলেন, 'এখানে কোনও অশান্তি নেই। বিরোধীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুলিশকে বলব সঠিকভাবে তদন্ত করতে। তাহলেই আসল দোষীরা সামনে আসবে।' কে বা কারা, কেন এই বোমাগুলি মজুত করে রেখেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পাড়ার কাকার প্রেম প্রস্তাব! রাজি না হওয়ায় তেহট্টে মর্মান্তিক পরিণতি স্কুলছাত্রীর